West Bengal News

বছরের শেষে ফের ঘূর্ণিঝড় ‘ফেথাই’-এর চোখরাঙানি, রাজ্যে চড়বে পারদ, হবে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশপ্রসাদ দাস বলেন, “বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেইতা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ১৮:০৮
Share:

প্রতীকী ছবি।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্র-তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে যেমন এ রাজ্যে শীত কমবে, তেমনই আবার উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Advertisement

‘তিতলি’ এবং ‘গজ’-র পর ঘূর্ণিঝড় ‘ফেথাই’ তাণ্ডব চালাতে ক্রমশই শক্তি বাড়াচ্ছে। তাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের ‘ফেথাই’ নামকরণ করেছে।স্থলভাগে ঢোকার আগে শক্তি বাড়িয়ে রবিবার রাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। যদিও নিম্নচাপটি এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তা ঘূর্ণিঝড়ের আকার নেবে।স্থলভাগে ঢোকার পর অবশ্য শক্তি কমবে ‘ফেথাই’-এর। তার পরে ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে ঘুরবে, তা অবশ্য এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশপ্রসাদ দাস বলেন, “বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।”

Advertisement

আরও পড়ুন: কাপড় সেলাই করে ‘২৮ কোটি’র সম্পত্তি! রত্নার বিপদ বাড়াচ্ছে শোভন-বৈশাখীর দেওয়া নথি

আরও পড়ুন: শাসকের অন্দরের রেষারেষিই কারণ, তদন্তে ইঙ্গিত তেমনই, জয়নগর কাণ্ডে ধৃত ১১

শুক্রবার কলকাতার তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে। আগামী কয়েকদিন ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দুর্যোগ কাটার পর তবেইতাপমাত্রা নামার সম্ভাবনা। ফলে ২৫ ডিসেম্বরের আগে কলকাতায় শীতের দেখা মিলবে কিনা, এটাই এখন প্রশ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন