ডিএ মামলায় ত্রুটি রাজ্যের আবেদনেই

হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে নির্দেশ দিয়েছে, সেই ত্রুটি ১৪ ডিসেম্বরের মধ্যে শুধরে নিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০২:৪৩
Share:

কলকাতা হাইকোর্টের নির্দেশে ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি আবার শুনছে স্যাট (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল)। মামলা চলাকালীন হাইকোর্টের নির্দেশ পুনরায় খতিয়ে (রিভিউ পিটিশন) দেখার জন্য আবেদন জানিয়েছে রাজ্য সরকার। সোমবার সেই আবেদনের শুনানির সময় দেখা যায়, আবেদনটিই ত্রুটিপূর্ণ। হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে নির্দেশ দিয়েছে, সেই ত্রুটি ১৪ ডিসেম্বরের মধ্যে শুধরে নিতে হবে।

Advertisement

রাজ্য সরকারি কর্মচারিদের ইউনিয়নের পক্ষে আইনজীবী সর্দার আমজাদ আলি জানান, ডিএ মামলার রায়ে ডিভিশন বেঞ্চ জনিয়ে দিয়েছে, ডিএ কর্মীদের অধিকার। তবে রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কি না এবং ভিন্‌ রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেলে এ রাজ্যের কর্মীরা তা পাবেন না কেন, এই দু’টি বিষয় বিচার করার জন্য স্যাটে মামলাটি ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ।

আমজাদ জানান, স্যাটের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এই ব্যাপারে হলফনামা পেশ করেনি। রাজ্য গত ৬ ডিসেম্বর স্যাটে জানায়, তারা হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। সেই আবেদনের শুনানি হয়নি। স্যাট ওই দিন রাজ্যকে জানায়, ১৯ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টের নির্দেশ নিয়ে আসতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement