বন্ধ রোপওয়ে

দার্জিলিঙের রোপওয়ের তার ক্রমশ ঝুলে যাচ্ছে, এমন রিপোর্ট পেতেই অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ করল জেলা প্রশাসন। শনিবার জেলাশাসক এক নোটিস জারি করে সিংমারির রোপওয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি রাজ্যের বন উন্নয়ন নিগমের তরফে পরিদর্শন করে রোপওয়ের তারগুলি ঝুলে পড়ার কথা জানানো হয়।

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০৩:২৩
Share:

দার্জিলিঙের রোপওয়ের তার ক্রমশ ঝুলে যাচ্ছে, এমন রিপোর্ট পেতেই অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ করল জেলা প্রশাসন। শনিবার জেলাশাসক এক নোটিস জারি করে সিংমারির রোপওয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি রাজ্যের বন উন্নয়ন নিগমের তরফে পরিদর্শন করে রোপওয়ের তারগুলি ঝুলে পড়ার কথা জানানো হয়। দার্জিলিঙের জেলাশাসক বলেন, ‘‘রক্ষণাবেক্ষণ ও কারিগরি ছাড়পত্র চাওয়া হয়েছে। সেগুলি পেলেই ফের অনুমতি দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement