মিরিকে দেহ

মিরিকে ধসে উদ্ধার কাজ চালানোর সময় আর একটি দেহ উদ্ধার হল। সোমবার সকালে ন্যাশনাল ডিসাস্টার রেসপেন্স ফোর্সের (এনডিআরএফ) জওয়ানেরা দেহটি খুঁজে পান। পুলিশ জানিয়েছে, দেহটি মিরিকের টিংলিং-র শ্রেয়া শর্মার (৯) বলে শনাক্ত হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০৩:২১
Share:

মিরিকে ধসে উদ্ধার কাজ চালানোর সময় আর একটি দেহ উদ্ধার হল। সোমবার সকালে ন্যাশনাল ডিসাস্টার রেসপেন্স ফোর্সের (এনডিআরএফ) জওয়ানেরা দেহটি খুঁজে পান। পুলিশ জানিয়েছে, দেহটি মিরিকের টিংলিং-র শ্রেয়া শর্মার (৯) বলে শনাক্ত হয়েছে। এই নিয়ে পাহাড়ে ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২। শ্রেয়ার বাবা কৃষ্ণবাহাদুর শর্মার দেহ আগেই মিলেছিল। তবে তার মা, ঠাকুর্দা এবং খুড়তুতো ভাই এখনও নিখোঁজ। এ দিন নতুন করে কোথাও ধসও নামেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement