মামলা বন্ধের আর্জি দেবযানী ও কুণালের

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি নিয়ে অনেক মামলা হয়েছে। তার মধ্যে একটি মামলার তদন্ত বন্ধ করার জন্য আবেদন করা হল আদালতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০২:৫৭
Share:

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি নিয়ে অনেক মামলা হয়েছে। তার মধ্যে একটি মামলার তদন্ত বন্ধ করার জন্য আবেদন করা হল আদালতে।

Advertisement

কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে সিবিআইয়ের বিশেষ আদালতে ওই তদন্ত বন্ধ করার আবেদন জানান সারদা মামলায় অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় ও কুণাল ঘোষ। বিচারক অরবিন্দ মিশ্র বৃহস্পতিবারেই সিবিআইয়ের কাছ থেকে ওই মামলার কেস ডায়েরি নিয়েছেন এবং শুনানি ১৭ অগস্ট পর্যন্ত মুলতুবি রেখেছেন। এর মধ্যে সিবিআই-কে ওই দুই অভিযুক্তের আবেদনের বিষয়ে তাদের বক্তব্য আদালতে পেশ করতে হবে।

দেবযানীর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, তাঁর মক্কেলকে সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মামলায় গ্রেফতার করা হয় ২০১৪ সালের ৩০ জুলাই। তার পরে দু’বছরেরও বেশি সময় পেরিয়েছে। কিন্তু ফৌজদারি বিধি মেনে নির্দিষ্ট সময়ে সিবিআই তদন্ত শেষ করতে পারেনি।

Advertisement

তদন্ত শেষ হয়নি কেন? এই বিষয়ে সিবিআইয়ের ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট হতে পারেনি। বিচারক আগের শুনানিতেই সিবিআই-কে নির্দেশ দিয়েছিলেন, ১১ অগস্ট বেলা সাড়ে ১০টায় কেস ডায়েরি জমা দিতে হবে। সেই অনুযায়ী এ দিন কেস ডায়েরি জমা দেয় সিবিআই। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, তিনিও তাঁর মক্কেলের হয়ে আদালতে এ দিন ওই তদন্ত বন্ধ করার আবেদন পেশ করেছেন। বিচারক জানান, ১৭ অগস্ট তিনি রায় দেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement