মমতার বিরুদ্ধে ভবানীপুরে জোটের প্রার্থী দীপাই

জোর লড়াই নিশ্চিত হয়ে গেল ভবানীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস তথা জোটের প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ১৭:২০
Share:

জোর লড়াই নিশ্চিত হয়ে গেল ভবানীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস তথা জোটের প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। খোদ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীই দীপাকে মমতার বিরুদ্ধে প্রার্থী হতে বলেছেন। খবর কংগ্রেস সূত্রের। প্রিয়-ঘরনী সনিয়াকে জানিয়ে দিয়েছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে প্রস্তুত।

Advertisement

ভবানীপুরে দীপা দাশমুন্সি প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছিল দিনদু’য়েক ধরে। দীপা দাশমুন্সি জানান, হাইকম্যান্ড বললে তিনি ভেবে দেখবেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ নয়াদিল্লিতে বৃহস্পতিবার সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করেন। ১০ জন পথ সূত্রের খবর, সেখানেই সনিয়া দীপাকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে। দীপা সনিয়াকে জানিয়ে দেন, তিনি প্রস্তুত।

বিধানসভা নির্বাচনে তৃণমূলকে কড়া টক্কর দিতে এমনিতেই জোট গড়ে লড়তে নেমেছে কংগ্রেস ও বামেরা। জোটের তরফে এ বার বুঝিয়ে দেওয়া হল, শুধু শাসক দলকেই নয়, তৃণমূলের সর্বময় নেত্রীকেও তাঁর কেন্দ্রে কঠিন লড়াইতে ফেলে দেওয়া হবে। কোথাও এক ইঞ্চি জমিও ছাড়া হবে না শাসক দলকে। দীপা দাশমুন্সির মতো হেভিওয়েট নাম ভবানীপুরে প্রার্থী হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নিঃসন্দেহে কঠিন হল। বলছে রাজনৈতিক শিবির।

Advertisement

আরও পড়ুন:

হাওড়ায় রূপা, জোড়াসাঁকোয় রাহুলকে প্রার্থী করল বিজেপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন