খুন প্রতিবাদী

নেশা করে এলাকায় গালিগালাজ করছিলেন এক ব্যক্তি। প্রতিবাদ করতে গিয়ে তার ভোজালির কোপে খুন হলেন পড়শি এক যুবক। শনিবার রাতে পুরুলিয়া শহরের নাপিতপাড়ার ঘটনা।

Advertisement
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০৪:০৯
Share:

নেশা করে এলাকায় গালিগালাজ করছিলেন এক ব্যক্তি। প্রতিবাদ করতে গিয়ে তার ভোজালির কোপে খুন হলেন পড়শি এক যুবক। শনিবার রাতে পুরুলিয়া শহরের নাপিতপাড়ার ঘটনা। নিহত মৃত্যুঞ্জয় রায়ের ওই এলাকার বাসিন্দা। বাড়ি থেকে সেই রাতেই পুলিশ অভিযুক্ত আশিস গড়াইকে গ্রেফতার করে। রবিবার আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। বাসিন্দারা জানান, আশিসকে মদ্যপ অবস্থায় গালিগালাজ করতে দেখে পাড়ার কয়েক জনের সঙ্গে মৃত্যুঞ্জয় প্রতিবাদ করেন। কিছুক্ষণ পরে ফিরে আশিস তাঁকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে পিঠে ধারাল অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। আগেও আশিসের সঙ্গে মৃত্যুঞ্জয়ের বচসা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement