কয়লাখনি প্রকল্প বাতিলের দাবি

ডেউচা পাচামিতে কয়লাখনির প্রস্তাবিত প্রকল্প বাতিলের দাবি তুলল সেভ ডেমোক্র্যাসি এবং আদিবাসী গাঁওতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ০২:৩২
Share:

ছবি: সংগৃহীত।

বীরভূমের ডেউচা পাচামিতে কয়লাখনির প্রস্তাবিত প্রকল্প বাতিলের দাবি তুলল সেভ ডেমোক্র্যাসি এবং আদিবাসী গাঁওতা। ওই দুই সংগঠনের প্রতিনিধিরা বৃহস্পতিবার প্রস্তাবিত কয়লাখনি এলাকার ন’টি গ্রামের বাসিন্দাদের মত নেন। পরে সেভ ডেমোক্র্যাসির সম্পাদক চঞ্চল চক্রবর্তী এবং আদিবাসী গাঁওতার সম্পাদক সুনীল সোরেন বলেন, ‘‘ডেউচা পাচামিতে প্রস্তাবিত কয়লা খনির প্রকল্প প্রত্যাহার করতে আমরা সরকারকে অনুরোধ করছি। অন্যথায় গ্রামবাসীদের সঙ্গে তাদের সংঘর্ষ অনিবার্য। সে ক্ষেত্রে আমরা গ্রামবাসীদের পাশেই থাকব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement