সুভাষ চক্রবর্তীর নামে মেট্রো স্টেশনের দাবি

এ বার সুভাষবাবুর নামে মেট্রো স্টেশনের নামকরণ চেয়ে রেলমন্ত্রী পীযূষ গয়ালকে চিঠি দিল ডিওয়াইএফআই এবং এসএফআই রাজ্য কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৯ ০৩:৪৭
Share:

সুভাষ চক্রবর্তী।—ফাইল চিত্র।

ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন স্টেশনকে বাম জমানার প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর নামাঙ্কিত করার দাবি উঠল। সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন, পথের পাঁচালির মতো সংস্থা ওই দাবিতে সরব হয়েছে। এ বার সুভাষবাবুর নামে মেট্রো স্টেশনের নামকরণ চেয়ে রেলমন্ত্রী পীযূষ গয়ালকে চিঠি দিল ডিওয়াইএফআই এবং এসএফআই রাজ্য কমিটি। সিপিএমের যুব ও ছাত্র সংগঠনের যুক্তি, তহবিল নিয়ে টানাটানির মধ্যেও সুভাষবাবুর উদ্যোগে ও তৎপরতায় কলকাতায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম গড়ে উঠেছিল। উত্তর কোরিয়ায় রংগ্রাডো মে ডে স্টেডিয়াম তৈরি হওয়ার আগে যুবভারতী ক্রীড়াঙ্গনই ছিল বিশ্বের বৃহত্তম। বাম জমানার ক্রীড়ামন্ত্রী সুভাষবাবুর ওই অবদানকে স্মরণে রেখেই যুবভারতী ক্রীড়াঙ্গনের কাছের মেট্রো স্টেশনটি তাঁর নামে করার দাবি রেলমন্ত্রীর কাছে জানিয়েছেন সিপিএমের যুব ও ছাত্র নেতৃত্ব। প্রসঙ্গত, পরিকাঠামো ও প্রস্তুতি সারা হয়ে যাওয়ার পরে বিধাননগরের ওই অংশে ইস্ট-ওয়েস্ট মেট্রো শীঘ্রই চালু করে দেওয়ার কথা ভাবছে রেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন