হেমন্ত বসুর নামে মেট্রো স্টেশনের দাবি

স্বাধীনতা সংগ্রামী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী হেমন্ত বসুর নামে শ্যামবাজার মেট্রো স্টেশন নামকরণের দাবি উঠল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ০২:২২
Share:

ফাইল চিত্র।

স্বাধীনতা সংগ্রামী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী হেমন্ত বসুর নামে শ্যামবাজার মেট্রো স্টেশন নামকরণের দাবি উঠল। শ্যামবাজার মেট্রো স্টেশন যে এলাকায়, সেখানেই শ্যামপুকুর কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন হেমন্তবাবু। তাঁর ১২৩তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ফ ব-র যুব লিগ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার ও রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে শ্যামবাজারকে ‘জননায়ক হেমন্ত বসু স্টেশন’ নামকরণের দাবি জানিয়েছে। তাদের যুক্তি, স্বাধীনতা সংগ্রাম এবং তার পরে উদ্বাস্তু আন্দোলন বা আজাদ হিন্দ বাহিনীর সেনাদের মুক্তির দাবি-সহ নানা কর্মসূচিতে হেমন্তবাবুর ভূমিকার কথা স্মরণে রেখে মেট্রো স্টেশন নামাঙ্কিত হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement