State news

গোলাপি নোট দেখলেই বেঁকে যাচ্ছে ঠোঁট

দু’নম্বরিদের ঠেকাতে দু’হাজারি দাওয়াই আদৌ কতটা কাজে লাগবে এ নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। কিন্তু এই গোলাপি নোটের চোটে সাধারণ মানুষের জীবনে এখন ত্রাহি ত্রাহি রব। এটিএম-এ টাকা আছে, কিন্তু লাইন নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ১৬:১২
Share:

সল্টলেকের এক এটিএম কাউন্টারে।<br> ছবি: শৌভিক দে

দু’নম্বরিদের ঠেকাতে দু’হাজারি দাওয়াই আদৌ কতটা কাজে লাগবে এ নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। কিন্তু এই গোলাপি নোটের চোটে সাধারণ মানুষের জীবনে এখন ত্রাহি ত্রাহি রব। এটিএম-এ টাকা আছে, কিন্তু লাইন নেই। হাপিত্যেশে চাতকের মতো চেয়ে আছে সবাই, কখন একশো বা পাঁচশোর নোট যন্ত্রে ঢোকে। টাকা ভরার গাড়ি এটিএম কাউন্টারের সামনে দাঁড়ালেই লাইন পড়ে যাচ্ছে। গোনাগুনতি সামান্য যা ঢুকছে, তা দেখতে না দেখতেই উধাও। পড়ে শুধু দু’হাজার। যে গোলাপি রং গোলাপকে মনে করাতো এত দিন, এখন তা শুধুই কাঁটার খোঁচা। বাধ্য হয়ে গোলাপি নোট তুলতে হচ্ছে। কিন্তু তার পর যেন এক বিড়ম্বনা। ক্রেতা এবং বিক্রেতা- দু’তরফেই একই দশা। এই গোলাপি যন্ত্রণারই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে ধর্মতলা থেকে খিদিরপুর, হাওড়া থেকে বেলগাছিয়ায়। দেখুন, এ ছবিতে নিজেকেও খুঁজে পেয়ে যেতে পারেন।

Advertisement

আরও পড়ুন:

ছুটি নেই রবিবার, শালবনি টাকা ছাপছে ২৪ ঘণ্টা

Advertisement

এ দু’হাজার লইয়া কী করিব, বিপন্নতা সর্বত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement