ডেঙ্গি শক সিনড্রোমে ফের মৃত্যু রাজ্যে। শনিবার সন্ধেয় দুর্গাপুরের এক হাসপাতালে মৃত্যু হয় নীলাক্ষি বন্দ্যোপাধ্যায় (৩৯) নামে এক বধূর। বাড়ি কাটোয়ায় হলেও শ্রীরামপুরে ভাড়া থাকতেন। সেখানেই জ্বর হয়। বুধবার তাঁকে দুর্গাপুরের ওই হাসপাতালে ভর্তি করানো হয়। চার সদস্যের মেডিক্যাল টিম তাঁকে দেখছিল। ডাক্তাররা জানান, ভর্তির সময়েই পেটে জল জমে গিয়েছিল। প্লেটলেট নেমে গিয়েছিল ১৫ হাজারে। শুক্র ও শনিবার প্লেটলেট দিয়েও বাঁচানো যায়নি তাঁকে।