রাজ্য জুড়ে নিম্নচাপের বৃষ্টি, চলবে দিনভর

বেশ কয়েক দিনের চাপা গরমের পর অবশেষে ভিজে বাতাসে এল স্বস্তি। হাওয়া অফিস সূত্রে খবর, নতুন সৃষ্টি হওয়া নিম্নচাপই স্বস্তির কারণ। অসম থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অন্ধ্র উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ১৩:২২
Share:

জলছবি। ছবি: দেশোকল্যান চৌধুরী

বেশ কয়েক দিনের চাপা গরমের পর অবশেষে ভিজে বাতাসে এল স্বস্তি। হাওয়া অফিস সূত্রে খবর, নতুন সৃষ্টি হওয়া নিম্নচাপই স্বস্তির কারণ। অসম থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অন্ধ্র উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের উপর থেকে উঠে আসে জলীয় বাষ্প টেনে নিয়েই তৈরি হয়েছ এই নতুন নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর তরফে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই এ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আর এর জেরেই বেশ খানিকটা কমেছে দিনের তাপমাত্রা। গত এক সপ্তাহে পারদ ত্রিশের কোঠা ছাড়িয়েছিল। এ দিন এক ধাক্কায় তা কমে এসে দাঁড়ায় ২৭ ডিগ্রিতে। বুধবার সকালের দিকে তাপমাত্রা ছিল ২৩.০৩ ডিগ্রি।

Advertisement

বৃষ্টি মাথায় ব্যস্ত জীবন। ছবি: সুদীপ্ত ভৌমিক

জানা গিয়েছে, নিম্নচাপের জেরে আজ সারাদিনই বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে।

Advertisement

আরও পড়ুন: লোকগানের ডানায় ভর, পা মাটিতেই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement