ছুটির দিন প্রচারে তত্‌পরতা উলুবেড়িয়ায়

এত দিন রাজনৈতিক দলগুলি শুধু ছোটখাটো মিছিল বা কর্মিসভাতেই সীমাবদ্ধ রাখছিল উলুবেড়িয়ায় ভোটের প্রচার। ইতিউতি প্রার্থীদের সমর্থনে টাঙানো হচ্ছিল ব্যানার-ফ্লেক্স। রবিবার থেকে পুরোদমে পথে নামল প্রধান চারটি দলই। এ দিন সকাল থেকেই বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি নেয় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৪ ০১:০৫
Share:

এত দিন রাজনৈতিক দলগুলি শুধু ছোটখাটো মিছিল বা কর্মিসভাতেই সীমাবদ্ধ রাখছিল উলুবেড়িয়ায় ভোটের প্রচার। ইতিউতি প্রার্থীদের সমর্থনে টাঙানো হচ্ছিল ব্যানার-ফ্লেক্স। রবিবার থেকে পুরোদমে পথে নামল প্রধান চারটি দলই। এ দিন সকাল থেকেই বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি নেয় তারা।

Advertisement

রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এ দিন উলুবেড়িয়ার বাজারপাড়া এবং উদয়নারায়ণপুরে দু’টি পদযাত্রার আয়োজন করা হয়। দু’টি পদযাত্রাতেই কর্মী-সমর্থকদের অংশগ্রহণ ছিল দেখার মতো। তবে, প্রার্থী সুলতান আহমেদ তাতে ছিলেন না। জনসংযোগ বাড়ানোর জন্য তিনি চক্ষুদান কর্মসূচি, ফুটবল প্রতিযোগিতা-সহ সাতটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। সুলতানের কথায়, “ওই সব অনুষ্ঠানে বহু মানুষ এসেছিলেন। তাঁদের সঙ্গে আলাপ করে নিলাম। রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য আমাদের দলের দক্ষ নেতাকর্মীরা তো রয়েইছেন। প্রতিটিতেই আমার হয়তো যাওয়ার দরকার নেই। কিন্তু সামাজিক সম্পর্ক যেখানে জোরদার হয়, সেই সব অনুষ্ঠানে আমার নিজের হাজির হওয়া খুব প্রয়োজন।’’

সিপিএম এ দিন শ্যামপুরের বিভিন্ন এলাকায় পালন করল কর্মিসভা এবং পদযাত্রা। প্রতিটিতেই হাজির ছিলেন প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা। তাঁর কথায়, ‘‘রবিবার ছুটির দিন বহু মানুষের কাছে পৌঁছনোর এই সুযোগ কেউ ছাড়ে?’’

Advertisement

উলুবেড়িয়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে আমতার দলীয় বিধায়ক অসিত মিত্রকে। প্রবীণ এই বিধায়ক লোকসভার প্রার্থী হওয়ায় দলীয় কর্মীরা বেশ উজ্জীবিত। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত সাতটি কর্মিসভা করেন অসিতবাবু। তিনি বলেন, “নির্বাচনের দিন যত এগিয়ে আসবে আমাদের তত্‌পরতা ততই বাড়বে। এ দিন পরপর সাতটি কর্মিসভা করে তার একটা আভাস দিয়ে রাখলাম।’’

পিছিয়ে ছিল না বিজেপিও। আমতায় একটি কর্মিসভা করে তারা। বিকেলে উলুবেড়িয়ায় ছিল ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি। এর পরে বাণীবন এবং বাসুদেবপুরে ছিল কর্মিসভা এবং পদযাত্রা। প্রতিটিতে হাজির ছিলেন দলীয় প্রার্থী রঞ্জিত কিশোর মহান্তি।

তৃতীয় দফায় ৩০ এপ্রিল ভোট উলুবেড়িয়ায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়া। তা চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। তৃণমূল প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী দু’জনেই আজ, সোমবার মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১২ এপ্রিল। এই প্রক্রিয়া শেষ হলে প্রচারে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছে সব দলই।

শ্যামপুরে ফুটবল প্রতিযোগিতা। সম্প্রতি আট দিন ধরে শ্যামপুরের গুজারপুরে পৃথিবী একাদশ ক্লাবের উদ্যোগে নক-আউট ফুটবল প্রতিযোগিতা হল। ফাইনালে উলুবেড়িয়ার বার্সেলোনা ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে বাকসাড়া উদয়াচল ক্লাবকে হারিয়ে দেয়। ম্যান অব দ্য ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের শেখ কুতুব। ম্যান অব দ্য টুর্নামেন্ট উদয়াচলের অশোক মান্না। খেলাটি পরিচালনা করেন সমীরণ গঙ্গোপাধ্যায়। হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার দল যোগ দেয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট ছিল আসর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement