দুই জেলায় বিজেপির বিক্ষোভ

সন্দেশখালিতে দলীয় কর্মী-সমর্থকদের উপরে তৃণমূলের ‘হামলা’র প্রতিবাদে বিজেপি বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল। সেই কর্মসূচি অনুযায়ী হাওড়া ও হুগলির বিভিন্ন থানায় বিক্ষোভ দেখালেন দুই জেলার বিজেপি নেতাকর্মীরা। স্মারকলিপিও দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া ও উলুবেড়িয়া শেষ আপডেট: ৩০ মে ২০১৪ ০২:১৯
Share:

চুঁচুড়ায় থানা ঘেরাও বিজেপির কর্মী-সমর্থকদের।—নিজস্ব চিত্র।

সন্দেশখালিতে দলীয় কর্মী-সমর্থকদের উপরে তৃণমূলের ‘হামলা’র প্রতিবাদে বিজেপি বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল। সেই কর্মসূচি অনুযায়ী হাওড়া ও হুগলির বিভিন্ন থানায় বিক্ষোভ দেখালেন দুই জেলার বিজেপি নেতাকর্মীরা। স্মারকলিপিও দেওয়া হয়।

Advertisement

এ দিন বিকেলে হুগলির জেলা সদর চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে মিছিল বের করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল যায় চুঁচুড়া থানায়। সেখানে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এবং বিজেপি কর্মী-সমর্থকদের উপরে তৃণমূলের ‘হামলা’ বন্ধের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয় চন্দননগর, শ্রীরামপুর, রিষড়া, পাণ্ডুয়া, সিঙ্গুর, ভদ্রেশ্বর-সহ বিভিন্ন থানায়।

ওই কর্মসূচির পাশাপাশি আরামবাগে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ তোলে বিজেপি। দলের পক্ষ থেকে মহকুমার চারটি থানায় (গোঘাট, খানাকুল, আরামবাগ, পুড়শুড়া) স্মারকলিপি দেওয়া হয়।

Advertisement

বিজেপি আরামবাগ জেলা সম্পাদক অসিত কুণ্ডুর অভিযোগ, “গত জানুয়ারি মাস থেকে আরামবাগ এবং গোঘাটে আমাদের দলীয় নেতা-কর্মীদের মারধর করছে তৃণমূল। তাদের বিরুদ্ধে পুলিশ জামিনযোগ্য ধারায় মামলা রুজু করছে। অথচ, তৃণমূল আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলেও পুলিশ জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করছে।” তবে পুলিশ অবশ্য পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এ দিন বিকেল চারটে নাগাদ হাওড়ার উলুবেড়িয়া থানা, শ্যামপুর থানা, পাঁচলা ও বাউড়িয়া থানাতেও একই ভাবে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। স্মারকলিপিও দেওয়া হয়। তাঁদের অভিযোগ, জেলায় জেলায় শাসক দলের লোকজনের হাতে তাঁরা আক্রান্ত হচ্ছেন। নারী-নির্যাতনের প্রতিবাদও জানান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন