নিজস্ব সংবাদদাতা

নলপুরে বাসন্তী পুজো জমজমাট

সাঁকরাইলের নলপুরে সাড়ম্বরে শুরু হয়েছে বাসন্তী পুজো। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার নলপুর স্টেশন থেকে হীরাপুর ফেরিঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় অন্তত ১২টি পুজো হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৪ ০১:১৯
Share:

ঢাকের বাদ্যি।—নিজস্ব চিত্র।

সাঁকরাইলের নলপুরে সাড়ম্বরে শুরু হয়েছে বাসন্তী পুজো। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার নলপুর স্টেশন থেকে হীরাপুর ফেরিঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় অন্তত ১২টি পুজো হচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে তোরণ। চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে পথঘাট। বিশাল মণ্ডপে দেবীর আরাধনা চলছে। নলপুর রঘুদেববাটি, চকশ্রীকৃষ্ণপুর, হীরাপুর এবং আশপাশের এলাকার মানুষ পুজোয় মেতে উঠেছেন। মঙ্গলবার পর্যন্ত পুজো চলবে। বুধবার দশমী। চকশ্রীকৃষ্ণপুরের পুজো এ বার ১৪ বছরে পড়ল। পুজোর থিম ‘বেলুড়মঠ’। মণ্ডপের ভিতরে গেলে দেখা যাবে সারদাদেবী দুর্গাপুজো করছেন। রামকৃষ্ণ কুমারীপুজো দেখছেন। বিবেকানন্দ ছোটদের নিয়ে পুজো দেখতে এসেছেন। রঘুদেববাটি সাঁতরাপাড়ায় স্বেচ্ছাসেবী সোসাইটির পুজোর থিম ‘সাইবেরিয়ায় পেঙ্গুইনের মড়ক’। ‘লণ্ডনের প্যারিস হাউজ’ উঠে এসেছে ইউথ ক্লাবের পুজোয়। বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন