বোরো চাষে জলের দাবিতে পথ অবরোধ খানাকুলে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২০
Share:

বোরো চাষে জল না পেয়ে প্রায় ছ’ঘন্টা পথ অবরোধ করলেন কয়েকশো চাষি। শনিবার ভোর ৪টে থেকে সকাল ১০টা অবধি খানাকুল-২ নম্বর ব্লকের জগদীশতলায় পথ অবরোধ করেন তাঁরা। ভোগান্তিতে পড়েন গড়েরঘাট থেকে কলকাতা, তারকেশ্বর এবং আরামবাগগামী প্রথম বাসের নিত্যযাত্রী-সহ বহু মানুষ। চাষিদের দাবি ছিল, ডিভিসি জল ছাড়া সত্ত্বেও সমবন্টনের অভাবে জল পৌঁছয়নি বহু এলাকায়। পরে বিডিও অনুপ কুমার মণ্ডল ঘটনাস্থলে গিয়ে জল সমবন্টনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

Advertisement

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিভিসির জল খানাকুলে দামোদর এবং মুন্ডেশ্বরী নদীতে পৌঁছেছে গত ৬ ফেব্রুয়ারি। বিভিন্ন স্লুইস গেট খুলে ইতিমধ্যেই বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সেচ দেওয়া শুরু হয়েছে। কিন্তু উপরের এলাকাগুলিতে চাষিরা সেচ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্লুইস গেট বন্ধ করতে না দেওয়ায় এই ঘটনা ঘটেছে। বিডিও বলেন, “বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যেই তদারকি করছি। জলের অসুবিধা হবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement