বালিতে ভেস্তে গেল তৃণমূলের কর্মিসভা

দলীয় কর্মীদের বাক-বিতণ্ডায় মাঝপথেই বন্ধ হয়ে গেল তৃণমূলের কর্মিসভা। বিক্ষোভ চললহাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সুলতান সিংহকে ঘিরে। শনিবার বিকেলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মিসভা ছিল। সেখানেই কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। এই ঘটনায় বালিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৪ ০২:২৪
Share:

দলীয় কর্মীদের বাক-বিতণ্ডায় মাঝপথেই বন্ধ হয়ে গেল তৃণমূলের কর্মিসভা। বিক্ষোভ চললহাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সুলতান সিংহকে ঘিরে। শনিবার বিকেলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মিসভা ছিল। সেখানেই কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। এই ঘটনায় বালিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল।

Advertisement

দলীয় সূত্রের খবর, সভায় ব্লক সভাপতি তপজিল আহমেদের বক্তব্যের পরেই প্রসূনবাবু বলতে শুরু করলে তাঁকে বাধা দেন কয়েক জন কর্মী। তাঁরা তপজিল-ঘনিষ্ঠ বলেই অভিযোগ। প্রার্থীর কাছে সাংগঠনিক বিষয়ে কয়েকটি প্রশ্ন তুলে ওই কর্মীরা চেঁচামেচি শুরু করেন বলে অভিযোগ। শুরু হয় ঝগড়াঝাঁটি। প্রসূনবাবু ও স্থানীয় বিধায়ক সুলতান সিংহকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। পরে কিছু কর্মী তাদের বাইরে বের করে আনেন।

প্রসূনবাবু বলেন, “বাধা নয়। ওঁরা কিছু কথা বলতে চেয়েছিলেন। আমি তা শুনেছি। ওঁরাও খাটছেন, তাই ওঁদের পাশেও আমাকে থাকতে হবে। একটু চেঁচিয়ে বলেছে মাত্র। কোনও গণ্ডগোল নয়।” তবে তৃণমূলের হাওড়া জেলা (শহর) সভাপতি অরূপ রায় বলেন, “শুনেছি গণ্ডগোল হয়েছে। কর্মীদের বলেছি, ভোটে মিলেমিশে লড়তে হবে। দলকে জেতানোই একমাত্র কাজ। অন্য সব বিষয়ে নেতৃত্বের সিদ্ধান্তকে মানতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement