বধূ খুনের অভিযোগে ধৃত স্বামী-সহ তিন

এক গৃহবধূকে খুনের অভিযোগে তাঁর স্বামী, শাশুড়ি ও ননদকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী তালদারে চরপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম মাজেদা মিস্ত্রি (২৪)। ওই গৃহবধূর বাবা মুজিদ আলি নস্করের অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূর স্বামী নুরহোসেন মিস্ত্রি, ননদ হাবিবা মিস্ত্রি, শাশুড়ি মুমতাজ মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৪ ০১:১৭
Share:

এক গৃহবধূকে খুনের অভিযোগে তাঁর স্বামী, শাশুড়ি ও ননদকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী তালদারে চরপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম মাজেদা মিস্ত্রি (২৪)। ওই গৃহবধূর বাবা মুজিদ আলি নস্করের অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূর স্বামী নুরহোসেন মিস্ত্রি, ননদ হাবিবা মিস্ত্রি, শাশুড়ি মুমতাজ মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ ওঠে শ্বাসরোধ করে নুরহোসেন তার স্ত্রীকে খুন করে। কিন্তু এই ঘটনার পর শ্বশুর হাবিবুল্লা মিস্ত্রি পলাতক।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর বছর সাতেক আগে গোসাবায় বাসিন্দা মাজেদার সঙ্গে বিয়ে হয় নুরহোসেনের। তাদের দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। এই দুটি পরিবারের মধ্যে কোনও মিলমিশ ছিল না। এই নিয়ে বহুবার মাজেদার উপর তাঁর শ্বশুরবাড়ি চরাও হত। কিছু না কিছু সমস্যা নিয়ে সবসময় এদের পরিবারে অশান্তি লেগে থাকত। এদিন ভোরে মাজেদার সন্তানরা মাকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করে। কিন্তু মা না ওঠায় তারা কান্নায় ভেঙে পড়ে। তাদের কান্নার আওয়াজে প্রতিবেশিরা এসে দেখেন ঘরের বারান্দায় মাজেদার নিথর দেহটি পড়ে রয়েছে। এরমধ্যেই মাজেদার শ্বশুরবাড়ির লোকজন পালানোর চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা তাদের ধরে ফেলে এবং মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং গ্রামবাসীদের মারধরে বাধা দিলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি হয়। গ্রামবাসীদের মারে ওই গৃহবধূর শাশুড়ি গুরুতর জখম হন। পুলিশ জানিয়েছে, তাকে বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement