বসিরহাটে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ

নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠল বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইদ্রিস আলির বিরুদ্ধে। শনিবার সকালে হাড়োয়া এলাকায় তাঁর প্রচারে সঙ্গী ছিল প্রায় এক হাজার মোটরবাইক। ফুল দিয়ে সাজানো হুড খোলা জিপের মিছিলের সামনেই ছিলেন ইদ্রিস আলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৪ ০২:২৭
Share:

নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠল বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইদ্রিস আলির বিরুদ্ধে। শনিবার সকালে হাড়োয়া এলাকায় তাঁর প্রচারে সঙ্গী ছিল প্রায় এক হাজার মোটরবাইক। ফুল দিয়ে সাজানো হুড খোলা জিপের মিছিলের সামনেই ছিলেন ইদ্রিস আলি। সঙ্গে ছিলেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক-সহ অন্য নেতৃত্ব। তার জেরে সিপিএমের পক্ষে জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করা হয়, নির্বাচনী বিধি ভেঙেছেন ইদ্রিস। সিপিএমের জেলা কমিটির সদস্য তন্ময় রায় বলেন, “নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে প্রার্থীর সঙ্গে যাতে বেশি মোটরবাইক না থাকে। অথচ শনিবার ইদ্রিস আলির সঙ্গে প্রায় হাজার মোটরবাইক শহরে দাপাল। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি আমরা।”

Advertisement

বসিরহাটের মহকুমাশাসক শেখর সেন বলেন, “নির্বাচন বিধি অমান্য করে অতিরিক্ত মোটরবাইক নিয়ে মিছিল করার জন্য হাড়োয়ার বিডিওর তরফে সংশ্লিষ্ট থানায় ইদ্রিস আলির বিরুদ্ধে অভিযোগ করা হয়।” ইদ্রিস আলির নেতৃত্বে ওই মোটরবাইক মিছিল নিয়ে সরব হয়েছে কংগ্রেস, বিজেপি, এসইউসি, এআইডিইউএফ-সহ অন্যান্য বিরোধী দলগুলিও।

তবে ইদ্রিশ আলির দাবি, “নির্বাচনী বিধি মেনেই পুলিশর অনুমতি নিয়ে তবেই হাড়োয়ায় প্রচার মিছিল বের করা হয়েছিল। রাস্তায় বেরোনোর পরে তৃণমূলকে নিয়ে মানুষের উত্‌সাহ উদ্দীপনা এতটাই বেড়ে যায় যে অনেকেই তাঁদের গাড়ি নিয়ে আমাদের সঙ্গে সামিল হয়েছিলেন। তখন তো কাউকে বাধা দেওয়া যায় না। আমি মনে করি না, আমি নির্বাচন বিধি ভাঙার মতো কোনও কাজ করেছি।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন