সরকারি জমি দখল করে নির্মাণ, অভিযুক্ত পুরকর্মী

পূর্ত দফতরের জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল আরামবাগ পুরসভার এক কর্মীর বিরুদ্ধে। আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্রা প্রতিহার নামে ওই পুরকর্মীর বিরুদ্ধে পূর্ত দফতরের সহকারি বাস্তুকারের দফতরের প্রবেশ পথ বন্ধ করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ০৯ মে ২০১৪ ০০:৫২
Share:

এভাবেই প্রবেশ পথ আটকে চলছে নির্মাণ। ছবি: মোহন দাস।

পূর্ত দফতরের জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল আরামবাগ পুরসভার এক কর্মীর বিরুদ্ধে। আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্রা প্রতিহার নামে ওই পুরকর্মীর বিরুদ্ধে পূর্ত দফতরের সহকারি বাস্তুকারের দফতরের প্রবেশ পথ বন্ধ করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে।

Advertisement

পূর্ত দফতরের (সাধারণ) ওই সহকারী বাস্তুকার নিরঞ্জন ভড় গত ৬ মাস ধরে বিষয়টি নিয়ে মহকুমাশাসক, এসডিপিও, পুরসভার চেয়ারম্যান-সহ বিভিন্ন দফতরে অভিযোগ জানালেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। নিরঞ্জনবাবুর অভিযোগ, ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্রা প্রতিহার নামে ওই মহিলা তাঁদের অফিসের একটি প্রবেশ পথ বন্ধ করে দিয়ে বেআইনি নির্মাণ করেছেন। যদিও ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতর মাপজোক করে ওই জায়গা তাঁদের দফতরের জায়গা বলেই চিহ্নিত করেছে। বিষয়টি সংশ্লিষ্ট সমস্ত মহলে তিনি জানালেও কোনও প্রতিকার হয়নি। দফতরের উর্দ্ধতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে আরামবাগের মহকুমাশাসক অরিন্দম রায় বলেন, “আমি সংশ্লিষ্ট জায়গা সংক্রান্ত বিস্তারিত জানতে চেয়েছি। রিপোর্ট পেলে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে বেআইনি নির্মাণ নিয়ে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই চন্দ্রা প্রতিহার বলেন, “আমি আমার জায়গায় নির্মাণ করেছি। পূর্ত দফতরের জায়গা প্রাচীর দিয়ে ঘেরা।” তাঁর পাল্টা দাবি, “পূর্ত দফতরই অন্যায়ভাবে প্রাচীরের একটা অংশ ভেঙে ফটক তৈরি করে দীর্ঘদিন ধরে যাতায়াত করছিল। ওখানে কোনও রাস্তা নেই। জোরজবস্তি আমার জায়গা দিয়ে যাতায়াতের জন্য আমার উপর মানসিক চাপ তৈরি করছেন সরকারি আধিকারিকরা।”

Advertisement

ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরের ওই জায়গা মাপজোক প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আমার অনুপস্থিতিতে ওই মাপজোক হয়েছে। তাই কি হয়েছে তা জানি না।” যদিও পূর্ত দফতর সূত্রে জানানো হয়েছে বার তিনেক জায়গাটি মাপজোক করা হয়েছে। প্রতিবারই তাঁকে ডাকা হয়েছে। কিন্তু তিনি আসেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন