Dilip Ghosh

এমআইএম এলে কী করব: দিলীপ

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপির এই ছদ্ম রাজনীতি কাজে আসবে না। এমআইএম পর্যুদস্ত হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৬:০৪
Share:

—ফাইল চিত্র।

ওয়েইসির দলকে রাজ্যে কার্যত স্বাগত জানাচ্ছে বিজেপি। আসাদুদ্দিন ওয়েইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) বিহারের বিধানসভা ভোটে পাঁচটি আসন জিতেছে। বিহারে বেশ কিছু আসনে ভোট কেটে তারা বিজেপি বিরোধী মহাজোট প্রার্থীদের পরাজয়ের কারণ হয়েছে বলেও পর্যবেক্ষকদের বিশ্লেষণ। এ বার এমআইএম এ রাজ্যেও ভোটে লড়তে চায়। সে প্রসঙ্গে মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এমআইএম-এর বিভিন্ন জায়গায় বিধায়ক, সাংসদ আছে। তারা এ রাজ্যে রাজনীতি করতে চাইলে তো আর আটকানো যাবে না! আর এমআইএম কী করবে, তা আমাদের হাতে নেই।’’ তৃণমূলের এক শীর্ষ নেতা পাল্টা বলেন, ‘‘দিলীপবাবুর বক্তব্যেই প্রমাণ কারা এমআইএম-ফাঁদ পাততে চান এবং কেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোধ্যায় ইতিমধ্যেই এ ব্যাপারে সতর্ক করেছেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপির এই ছদ্ম রাজনীতি কাজে আসবে না। এমআইএম পর্যুদস্ত হবে।’’ অন্য দিকে, দিলীপবাবুর ব্যাখ্যা, ‘‘এ রাজ্যে মুসলিম ভোট আমরা নিয়ন্ত্রণ করি না। কিন্তু মুসলিমরা যদি সিপিএম, কংগ্রেস, তৃণমূলকে ভোট না দিয়ে অন্য কোনও দলকে দেন, তা হলে ধরে নিতে হবে ওই দলগুলি তাঁদের এত দিন ধোঁকা দিয়েছে। তাঁরা যদি সিদ্ধান্ত বদলান এবং তার ফলে এ রাজ্যে সমীকরণ বদলায়, আমাদের কী করার আছে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন