মোদীর কাছে দিদি, কটাক্ষ দিলীপেরও

মেদিনীপুরে রবিবার বিজেপি-র ওবিসি মোর্চার সভায় দলের রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপবাবু বলেন, মুখ্যমন্ত্রী গত তিন বছরে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা বলতে যাননি। কিন্তু এখন ‘ভাই’দের বাঁচাতে মোদীর পা ধরতে গিয়েছেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০৪:০৪
Share:

—ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে এত দিন কটাক্ষ করছিল বিরোধী বাম ও কংগ্রেস। তাদের অভিযোগ ছিল, দিল্লিতে মুখ্যমন্ত্রী ‘মিটিং নয়, সেটিং’ করতে গিয়েছেন! এ বার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সেই সুরে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রীকে! দলের একাংশের মতে, প্রধানমন্ত্রীকে ধরে কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাঁচানোর দায় মমতারই, বিজেপি-র নয়— এই কথা বলে বিরোধীদের সমালোচনা ভোঁতা করতে চেয়েছেন কেন্দ্রের শাসক দলের রাজ্য সভাপতি।

Advertisement

মেদিনীপুরে রবিবার বিজেপি-র ওবিসি মোর্চার সভায় দলের রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপবাবু বলেন, মুখ্যমন্ত্রী গত তিন বছরে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা বলতে যাননি। কিন্তু এখন ‘ভাই’দের বাঁচাতে মোদীর পা ধরতে গিয়েছেন! বিজেপি-র আন্দোলনকে ফিকে করার জন্যও গিয়ে থাকতে পারেন বলে কেউ কেউ যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে দিলীপবাবুর দাবি, এ ভাবে আন্দোলন খাটো করা যাবে না। বিজেপি-র রাজ্য সভাপতির কটাক্ষ, “দিদির এখন খুব খারাপ সময় চলছে। মোদী বাঁচাতে পারেন! হিসেব না দিলে ওখান থেকে টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে। দিদিকে দিল্লি ছুটতে হচ্ছে! এর উপরে সিবিআই লেগেছে। হাতে-পায়ে ধরে বাঁচার চেষ্টা করছেন!”

দিলীপবাবুর এমন মন্তব্যের অবশ্য তীব্র প্রতিবাদ এসেছে তৃণমূলের তরফে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘তরোয়াল নিয়ে ঘুরে বেড়ালেন, এত কুৎসিত কথা বললেন। কিছুতেই কিছু হল না। এখন এ সব বলছেন!’’ পার্থবাবুর বক্তব্য, রাজ্যের পাওনা যাতে কেন্দ্র মিটিয়ে দেয়, তার জন্য বিধানসভায় প্রস্তাব পাশ করানো হয়েছিল। মন্ত্রীর কথায়, ‘‘ওঁরা দলের কথা ভাবছেন, রাজ্যের কথা নয়। রাজ্যের জন্য বৈঠক তো করতেই হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন