Dilip Ghosh

‘তৃণমূলের জোকার’! দিলীপের কটাক্ষের জবাবে কল্যাণ বললেন ‘ক্ষ্যাপা ষাঁড়’

দিলীপ আরও বলেন, ‘‘রাজ্যে ৩৫৬ ধারা জারি হলে দিদিমণি সুবিধা পেয়ে যাবেন। তাই আমরা রাষ্ট্রপতি শাসন চাই না।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৬:৪৯
Share:

পতিরামে চায়ে পে চর্চা কর্মসূচিতে দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র

কটাক্ষ, আক্রমণ, পাল্টা আক্রমণে প্রায় প্রতিদিনই জমে উঠছে রাজনৈতিক তরজা। তাতে শেষ সংযোজন দিলীপ ঘোষ কল্যাণকে বললেন 'জোকার'। পাল্টা রাজ্য বিজেপি সভাপতিকে 'ক্ষ্যাপা ষাঁড়' বলে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ। সোমবার দক্ষিণ দিনাজপুরের পতিরামে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য সরকার এবং তৃণমূল নেত্রীকেও আক্রমণ করেছেন দিলীপ।

Advertisement

যে দিন যে জেলা সফরে যাচ্ছেন, সেখানে প্রতিদিন মর্নিং ওয়াক করে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিচ্ছেন দিলীপ। সোমবার সেই কর্মসূচি ছিল পতিরামে।। সেখানে কল্যাণ ঘোষকে নিশানা করে তিনি বলেন, ‘‘তৃণমূল দলটা একটা যাত্রার দল। আর সেই দলের জোকার হলেন কল্যাণ। ওঁর কথায় কেউ পাত্তা দেন না। সবাই হাসাহাসি করেন।’’

জবাবে কল্যাণ বলেন, ‘‘উনি ক্ষ্যাপা ষাঁড়, গুন্ডা। সকাল থেকে বেরিয়ে উস্কানি দিতে দিতে যাচ্ছেন। গুন্ডামি করে যাচ্ছেন। বিজেপি দাঙ্গাকারীদের দল। তৃণমূল হিংসায় বিশ্বাস করে না। তবে আমাদের একটা কর্মীর গায়ে হাত দিলে আমরাও ছেড়ে কথা বলব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করি আমি। উনি যেন দেখে যেতে পারেন, এই বাংলায় বিজেপির গুন্ডাদের কী অবস্থা হয়।’’

Advertisement

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে রাজ্যে ৩৫৬ ধারা জারি করার দাবি তুলেছেন বিজেপির কোনও কোনও নেতা। কিন্তু এ দিন সেই অবস্থান সমর্থন করেননি দিলীপ। তিনি বলেন, ‘‘রাজ্যে ৩৫৬ ধারা জারি হলে দিদিমণি সুবিধা পেয়ে যাবেন। বলবেন, আমাকে সরিয়ে দিয়েছে। তাই আমরা রাষ্ট্রপতি শাসন চাই না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement