ডেঙ্গি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলীপের

দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডাকে চিঠি লিখে অভিযোগ করেছেন, রাজ্যে ডেঙ্গি মহামারীর আকার নিয়েছে। অথচ রাজ্য সরকার পরিস্থিতির ভয়াবহতা স্বীকার না করে উল্টে তথ্য গোপন করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৭ ০৪:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইল রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডাকে চিঠি লিখে অভিযোগ করেছেন, রাজ্যে ডেঙ্গি মহামারীর আকার নিয়েছে। অথচ রাজ্য সরকার পরিস্থিতির ভয়াবহতা স্বীকার না করে উল্টে তথ্য গোপন করছে।

Advertisement

ডেঙ্গি আক্রান্ত রোগীর চিকিৎসার নথিতে ‘ডেঙ্গি’ না লেখার জন্য চাপ দেওয়া হচ্ছে চিকিৎসকদের এবং ল্যাবরেটরিগুলিকে। ডেঙ্গি নির্ণয়ের জন্য উপযুক্ত পরিকাঠামোও সরকারের নেই। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ (নাইসেড)ও রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে ডেঙ্গি নিয়ে বাস্তবের উল্টো ছবি তুলে ধরছে বলে নাড্ডাকে চিঠিতে লিখেছেন দিলীপবাবু। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীকে তিনি লিখেছেন, ‘‘মানুষকে বাঁচাতে আপনি দয়া করে প্রয়োজনীয় পদক্ষেপ করুন।’’ পাশাপাশি, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র রবিবার দুর্গাপুরে বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, ডেঙ্গি বলে কিছু নেই। যা হয়েছে, তা বাইরে থেকে এসেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি লিট দিচ্ছে এই সব নতুন তথ্য আবিষ্কার করার জন্যই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement