আগের রাত থেকে রান্না হল দেড় টন চালের খিচুড়ি

দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিগেডে আসা সমর্থকদের খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল কয়েক দিন আগে থেকেই। এ জন্য এলাহি ব্যবস্থাও করা হয়। প্রথমে ঠিক ছিল ৩৫ হাজার মানুষের পাত পড়বে কলকাতা বন্দর কর্তৃপক্ষের আবাসনের মাঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০১:০৪
Share:

চেটেপুটে: সভায় আসার আগে পেটপুজো। বুধবার, হাওড়ায় কলকাতা বন্দর কর্তৃপক্ষের আবাসনে। ছবি: দীপঙ্কর মজুমদার

তৃণমূলের মতো ডিম-ভাত নয়। একেবারে দেড় টন চাল, সাতশো কেজি ডাল আর নানা ধরনের আনাজ দিয়ে খিচুড়ি ভোজ!

Advertisement

ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার আগে বিজেপি সমর্থকদের জন্য এমনই ভোজের ব্যবস্থা করেছিলেন হাওড়া জেলা বিজেপি সংগঠকেরা। ব্যবস্থা করা হয়েছিল হাওড়া ব্রিজের পাশে কলকাতা বন্দর কর্তৃপক্ষের আবাসনের ভিতরের মাঠে রীতিমতো প্যান্ডেল খাটিয়ে। দু’দিন ধরে রান্না করে সেই ভোজ খাওয়ানো হল মঙ্গলবার রাত থেকে নানা ট্রেনে করে দূরদূরান্ত জেলা থেকে আসা সমর্থকদের। বুধবার সকাল থেকে দফায় দফায় খিচুড়ি বিতরণ করে, খেয়ে, টি-শার্ট বা মাথায় ‘ম্যায় ভি চৌকিদার’ লেখা গেরুয়া ফেট্টি বেঁধে রওনা দিলেন ব্রিগেডের উদ্দেশে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিগেডে আসা সমর্থকদের খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল কয়েক দিন আগে থেকেই। এ জন্য এলাহি ব্যবস্থাও করা হয়। প্রথমে ঠিক ছিল ৩৫ হাজার মানুষের পাত পড়বে কলকাতা বন্দর কর্তৃপক্ষের আবাসনের মাঠে। কিন্তু কর্মীদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় সংগঠকেরা প্রায় ৪০ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করেন। এ দিন ভোর থেকেই ২০টি বিশাল উনুন জ্বালানো হয়। রান্না করতে আনা হয় ৩৭ জন হালুইকর। আগত সমর্থকদের খাওয়ার মেনু ঠিক হয়েছিল নানা আনাজ মেশানো নিরামিষ খিচুড়ি। দলের পক্ষ থেকে হাওড়া পুরসভার কাজে পানীয় জল পাঠানোর আবেদন করায় পুরসভা বিজেপি সমর্থকদের জন্য ১০টি জলের ট্যাঙ্কারও এ দিন পাঠিয়ে দেয়।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপি-র রাজ্য কমিটির সদস্য উমেশ রাই জানান, খিচুড়ির জন্য দেড় টন চাল ও সাতশো কিলোগ্রাম ডাল কেনা হয়েছে। আনাজ কেনা হয়েছে প্রায় ৪০ হাজার টাকার। রান্নার জন্য লেগেছে ৩০ টিন সর্ষের তেল। উমেশ বলেন, “রাতে দু’হাজার লোকের শোয়ার ব্যবস্থা করা হয়েছিল হাওড়ার কিংস রোডে। এ ছাড়া, তিন হাজার সমর্থকের শোয়ার ব্যবস্থা করা হয় কলকাতার একটি ধর্মশালায়।”

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই আসতে শুরু করেছিলেন সমর্থকেরা। বুধবার সকাল থেকে ৩৫ হাজারের বেশি সমর্থক খাওয়া-দাওয়া করেন। এ দিন রামপুরহাট থেকে এসেছিল বিজেপি সমর্থকদের একটি দল। তাঁদের কারও মাথার ফেট্টিতে লেখা ছিল ‘ম্যায় ভি চৌকিদার’, কারও আবার তা লেখা ছিল টি-শার্টে। বিষ্ণু মাহাতো নামে এক বিজেপি সমর্থক বলেন, ‘‘দেশের চৌকিদারকে দেখতে ব্রিগেডে যাচ্ছি। আমরাও যে তাঁর আদর্শ মেনে চলি, তা বোঝাতেই এই টি-শার্ট বা মাথার ফেট্টিতে ম্যায় ভি চৌকিদার লিখেছি।’’

হাওড়ায় আসার পরে এই সমর্থকদেরই খিচুড়ি পরিবেশন করতে দেখা যায়। খাওয়া-দাওয়ার পরে এই সাজেই তাঁরা রওনা দেন ব্রিগেডের পথে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন