মামলা ছাড়ল ডিভিশন বেঞ্চ

কলকাতা হাইকোর্টের দু’টি ডিভিশন বেঞ্চ ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্রের জামিনের মামলা ছেড়ে দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৪১
Share:

কলকাতা হাইকোর্টের দু’টি ডিভিশন বেঞ্চ ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্রের জামিনের মামলা ছেড়ে দিয়েছে। সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার ওরফে নিতুর জামিন খারিজের মামলা ওই একই কারণে ছেড়ে দিয়েছে বিচারপতি গিরীশ গুপ্ত ও বিচারপতি শিবসাধন সাধুর ডিভিশন বেঞ্চ। ওই বেঞ্চ জানিয়েছে, দুই বিচারপতির এক জনের কিছু ব্যক্তিগত কারণ থাকায় তারা সারদা সংক্রান্ত কোনও মামলাই গ্রহণ করবে না। তাই ডিভিশন বেঞ্চ মামলাটি ছেড়ে দিচ্ছে। আইনজীবীদের অনুমান, এর ফলে সারদা-মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জেল-হাজতে থাকা মদন মিত্রের জামিনের মামলার শুনানি বিশ বাঁও জলে গেল। কারণ, এখন হাইকোর্টে কোনও অভিযুক্তের জামিনের মামলার শুনানির জন্য নির্দিষ্ট রয়েছে বিচারপতি গুপ্ত ও বিচারপতি সাধুর বেঞ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement