জেলায় শিবির করে চিকিৎসা

সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাঝেমধ্যে জেলায় গিয়ে রোগী দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশ মানা হয় না বললেই চলে। এ বার নিজেরাই উদ্যোগী হয়ে জেলায় গিয়ে বিশেষ শিবিরে রোগী দেখলেন বেঙ্গল ইউরোলজিক্যাল সোসাইটির সদস্যেরা। সংগঠনের সম্পাদক সত্যদীপ মুখোপাধ্যায়ের উদ্যোগে শনি ও রবিবার সরকারি-বেসরকারি মিলিয়ে ৩০ জন ডাক্তার বিভিন্ন জেলায় গিয়ে রোগী দেখেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৩:৪৩
Share:

সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাঝেমধ্যে জেলায় গিয়ে রোগী দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশ মানা হয় না বললেই চলে। এ বার নিজেরাই উদ্যোগী হয়ে জেলায় গিয়ে বিশেষ শিবিরে রোগী দেখলেন বেঙ্গল ইউরোলজিক্যাল সোসাইটির সদস্যেরা। সংগঠনের সম্পাদক সত্যদীপ মুখোপাধ্যায়ের উদ্যোগে শনি ও রবিবার সরকারি-বেসরকারি মিলিয়ে ৩০ জন ডাক্তার বিভিন্ন জেলায় গিয়ে রোগী দেখেন।

Advertisement

সংগঠনের সভাপতি শিবাজী বসু জানান, রোগী দেখার সঙ্গে সঙ্গে ইউরোলজির বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার কাজও চলছে। বিভিন্ন জেলায় এই বিশেষ শিবিরের যাবতীয় ব্যবস্থা করা এবং আগাম প্রচারের দায়িত্বে ছিল স্থানীয় পুরসভা। ভবিষ্যতে তাঁরা প্রত্যন্ত এলাকাতেও শিবির করে রোগী দেখবেন বলে জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement