State News

আকাশের মুখ ভার, কলকাতা-সহ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি

আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকবে। বেলার দিকে বৃষ্টি না হলে গুমোট ভাব বাড়তে পারে বলেও দফতর জানিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ১০:৫০
Share:

ফাইল চিত্র।

সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে হালকা একটা হাওয়াও চলছে।

Advertisement

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার জেরে বাতাসে জলীয় বাষ্প ঢুকছে। আর সে কারণেই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকবে। বেলার দিকে বৃষ্টি না হলে গুমোট ভাব বাড়তে পারে বলেও দফতর জানিয়েছে।

Advertisement

আরও পড়ুন: নলকূপে তেজস্ক্রিয় বিষ শুশুনিয়ায়

আরও পড়ুন: চেনা টাইগার হিলে স্বস্তি

গত সোমবারেও কলকাতার আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হয়। বইতে থাকে হাওয়া। রেডার-চিত্র বিশ্লেষণ করে আবহবিজ্ঞানীরা জানান, আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাসও দেয় আলিপুরের হাওয়া অফিস। কিন্তু মহানগরে ঝড় তো হয়েইনি, বৃষ্টিও হয়েছিল নামমাত্র। ফলে স্বস্তি তো মেলেইনি, উল্টে সামান্য বৃষ্টির জেরে ভ্যাপসা ভাব তৈরি হয়েছিল। আবহবিজ্ঞানীদের একাংশ ব্যাখ্যা দেন, দুপুরে চ়ড়া রোদে মাটি গরম হয়ে ছিল। সামান্য জল পড়ে সেই গরম আরও গুমোট তৈরি করে। ফলে সামান্য অস্বস্তিও বাড়ে।

গাঙ্গেয় বঙ্গে ওই দিন বৃষ্টি না হলেও পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর প্রবল ঘূর্ণাবর্তের জেরে গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার-সহ বেশ কিছু জায়গায় প্রবল ঝড়-বৃষ্টি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement