SSC Recruitment Case

এমনিই হাতেগোনা শিক্ষক, তার উপর সুপ্রিম-রায়ে চাকরিহারা আরও ২ জন! একাদশে ভর্তিই নেবে না আসানসোলের স্কুল

এমনিতেই স্কুলে শিক্ষকের সংখ্যা কম। তার উপর সুপ্রিম কোর্টের রায়ে আরও দু’জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। এই পরিস্থিতিতে স্কুলে শিক্ষকের ঘাটতি দেখা দেওয়ায় এ বার একাদশ শ্রেণিতে কোনও পড়ুয়াকে ভর্তিই নেবে না আসানসোলের স্কুল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৪:৩৫
Share:

আসানসোলের স্কুল নোটিস জারি করে জানাল, একাদশে ভর্তি নেবে না তারা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এমনিতেই স্কুলে শিক্ষকের সংখ্যা কম। তার উপর সুপ্রিম কোর্টের রায়ে আরও দু’জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। এই পরিস্থিতিতে স্কুলে শিক্ষকের ঘাটতি দেখা দেওয়ায় এ বার একাদশ শ্রেণিতে কোনও পড়ুয়াকে ভর্তিই নেবে না আসানসোলের স্কুল।

Advertisement

এই মর্মে সম্প্রতি নোটিস জারি করেছে কুলটির বরাকর শ্রী মাড়োয়ারি বিদ্যালয়। নোটিসে বলা হয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নতুন করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে না। কারণ স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই।

ওই স্কুলে বাংলা, হিন্দি দুই মাধ্যমেই পড়াশোনা হয়। স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ১২০০। টিচার ইনচার্জ দীপিকা রায় বলেন, ‘‘স্কুলে অন্তত ৩৬ জন শিক্ষক-শি‌ক্ষিকার প্রয়োজন রয়েছে। কিন্তু বর্তমানে ১২ জন রয়েছেন। তাঁদের মধ্যে আবার দু’জনের চাকরি চলে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা ডিসেম্বর পর্যন্ত স্কুলে আসবেন ঠিকই। কিন্তু তার পর কী হবে? শিক্ষক নেই বলেই একাদশ শ্রেণিতে এ বার ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না।’’

Advertisement

টিচার ইনচার্জ জানান, বিষয়টি জেলা স্কুল দফতরে জানানো হয়েছে। তবে স্কুল পরিচালন কমিটির বৈঠক করে বিষয়টির সমাধান কী ভাবে করা যায়, সেই চেষ্টা করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই মাথায় হাত এলাকার সদ্য মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের। অভিভাবকেরা বলছেন, ‘‘হঠাৎ করেই এই সিদ্ধান্তে আমাদের ছেলেমেয়েরা কী করবে? কোথায় ভর্তি হবে?’’

স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন, ‘‘গোটা রাজ্যেই শিক্ষা ব্যবস্থার এমন হাল! আমার বাবা এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। সেই স্কুলের আজ এই অবস্থা। বিধানসভায় এই প্রসঙ্গ তুলব আমি।’’

জেলা স্কুল শিক্ষা পরিদর্শক সৌমেন লাহা বলেন, ‘‘একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি বন্ধ রয়েছে। এই নিয়ে স্কুল কাউন্সেলিংয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব কী ভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করা যায়। এখন সময় রয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য। তাই আশা করছি, কারও অসুবিধা হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement