DVC

পুজোর মরসুমে ৪১ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি! দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় প্লাবনের আশঙ্কা

বঙ্গে উৎসবের মরসুম। তার মধ্যেই জল ছাড়ল ডিভিসি। যার জেরে ঘুম উড়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃহস্পতিবার সকাল থেকেই দুই জলাধার মিলিয়ে ৪১ হাজার কিউসেক জল ছাড়া শুরু করে ডিভিসি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:২২
Share:

—ফাইল চিত্র।

বঙ্গে উৎসবের মরসুম। তার মধ্যেই জল ছাড়ল ডিভিসি। যার জেরে ঘুম উড়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃহস্পতিবার সকাল থেকেই দুই জলাধার মিলিয়ে ৪১ হাজার কিউসেক জল ছাড়া শুরু করে ডিভিসি।

Advertisement

ডিভিসি জানিয়েছে, মাইথন জলাধার থেকে ১৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৬ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি হচ্ছে। সেই কারণেই জল ছাড়ার সিদ্ধান্ত। আবহাওয়ার উন্নতি হলে জল ছাড়ার পরিমাণ কমবে।

প্রসঙ্গত, গত জুন-জুলাই মাসেও হাজার হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। সেই সময় এমনিতেই নিম্নচাপের জেরে টানা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তার মধ্যে অন্যতম বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি। তার মধ্যে ডিভিসি-ও জল ছাড়ায় পরিস্থিতি আরও বিগড়েছিল। তা নিয়ে রাজনৈতিক বিতর্কও কম হয়নি। ডিভিসির বিরুদ্ধে না-জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement