East West Metro

East West Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন স্মৃতি ইরানি, শিয়ালদহ থেকে সল্টলেকে রওনা হল প্রথম মেট্রো

শিয়ালদহ থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের উদ্বোধন অনুষ্ঠানটি হল হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৭:৫৯
Share:
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৮:০২ key status

সল্টলেকের উদ্দেশে প্রথম মেট্রো রওনা হল শিয়ালদহ থেকে

হাওড়া ময়দান থেকে ভার্চুয়াল মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। শিয়ালদহ থেকে প্রথম মেট্রো রওনা হল সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে। যদিও ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। শিয়ালদহ থেকে যাত্রী বিহীন ট্রেনই রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে।

শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৭:৫৭ key status

বয়কট তৃণমূলের

তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের এই উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল নেতৃত্ব। মেট্রো রেলের তরফে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সোমবার বিকেলে উত্তরবঙ্গে রওনা হওয়ায় মেট্রোর উদ্বোধনে যেতে পারেননি। যাননি তৃণমূলের অন্য আমন্ত্রিত বিধায়কেরাও। 

Advertisement
শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৭:৫৪ key status

শিয়ালদহ থেকে হাওড়া রওনা হলেন স্মৃতি

শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া ময়দানের উদ্দেশে রওনা হন স্মৃতি। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাজ অবশ্য সম্পূর্ণ হয়নি এখনও। তবে সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো চলাচল উদ্বোধন করার কথা স্মৃতির। 

শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৭:৪৫ key status

ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের আগে শিয়ালদহ স্টেশনে স্মৃতি ইরানি

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন হওয়ার কথা হাওড়া ময়দান থেকে। তবে তার আগে কেন্দ্রের নারী এবং শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি পৌঁছলেন শিয়ালদহ স্টেশনেই। স্মৃতির সঙ্গে ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। শিয়ালদহ স্টেশনে এসেই তিনি প্রথমে নীচে মেট্রো স্টেশনটি দেখতে চলে যান। স্টেশন চত্বরটি ঘুরে দেখে ট্রেনেও ওঠেন। কিছু ক্ষণ ট্রেনে ভিতরে থেকে তার পর নেমে যান। শিয়ালদহ মেট্রো স্টেশনেই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের সময়ের কিছু ছবি দেওয়ালে সাজানো ছিল। কেন্দ্রীয় মন্ত্রী সেই ছবিগুলোও দেখেন। 

Advertising
Advertising
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement