Indian Railways

অতিরিক্ত যাত্রী সামলাতে ১৫ অগস্টের আগে উত্তরবঙ্গগামী বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল

রেল জানিয়েছে, বিশেষ ওই ট্রেনের নম্বর ০৩১০৩। আগামী ১১ অগস্ট রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ০২:১২
Share:

আগামী শুক্রবার উত্তরবঙ্গের উদ্দেশে একটি বিশেষ ট্রেন চালানো হবে। —ফাইল চিত্র।

স্বাধীনতা দিবস আগামী মঙ্গলবার। তার আগের দিন অর্থাৎ ১৪ অগস্ট ছুটি নিলেই ১২ থেকে ১৫ অগস্ট পর্যন্ত একটা লম্বা অবসর। বাঙালি সেই সুযোগ ছাড়তে নারাজ। কিন্তু উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনের টিকিটের ভাঁড়ে মা ভবানী। পূর্ব রেল তাই সিদ্ধান্ত নিয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ ১১ অগস্ট উত্তরবঙ্গের উদ্দেশে একটি বিশেষ ট্রেন চালানো হবে।

Advertisement

রেল জানিয়েছে, বিশেষ ওই ট্রেনের নম্বর ০৩১০৩। আগামী ১১ অগস্ট রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে তার পরের দিন অর্থাৎ ১২ অগস্ট, শনিবার সকাল পৌনে ১১টায়। ট্রেনটি শিয়ালদহ, নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, জঙ্গিপুর, মালদা হয়ে তারপর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সমস্ত রিজ়ার্ভেশন কাউন্টার থেকে এই ট্রেনের টিকিট পাওয়া যাবেl তবে তৎকাল টিকিট বুকিংয়ের কোনও রকম সুবিধা নেই ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন