SIR in West Bengal

এসআইআরে রাজ্যে বাদ পড়ছে অন্তত ২৭ লক্ষের নাম! বলছে কমিশন, ডিজিটাইজ় হয়েছে ৬ কোটি ভোটারের তথ্য

কমিশন জানিয়েছে, ২৮ নভেম্বর পর্যন্ত ৭ কোটি ৬৫ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে রাজ্যে। ৬ কোটি ৪৫ লক্ষ ভোটারের তথ্য ডিজিটাইজ় হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৯:২৬
Share:

রাজ্যে ভোটারদের তথ্য ডিজিটাইজ় করার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। — ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলছে। সেই এসআইআরে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা এ রাজ্যে আরও বৃদ্ধি পেল। নির্বাচন কমিশন বলছে, এসআইআরে এখনও পর্যন্ত ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলেছে। এখনও পর্যন্ত যে তথ্য পেয়েছে কমিশন, তাতেই এই সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ৬ কোটি ৪৫ লক্ষ ভোটারের তথ্য ডিজিটাইজ় হয়েছে। ৭কোটি ৬৫ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করেছেন বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)।

Advertisement

কমিশন সূত্রে খবর, প্রতি দিনই তথ্য আসছে। আপাতত বুথ লেভেল অফিসার (বিএলও)-দের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলেছে। তাঁরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সে ক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে বেশি হতে পারে, তা এক প্রকার নিশ্চিত। আপাতত বাদ পড়ার তালিকায় মৃত ছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম রয়েছে, স্থানান্তরিত হয়েছেন এমন ভোটার। বাদ পড়ার তালিকায় রয়েছেন নিরুদ্দেশ ভোটারও।

কমিশনের কাছে যে তথ্য এসেছে, সেই সূত্রেই জানা গিয়েছে, যে ভোটারদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে ১৫ লক্ষ ৫৩ হাজার জন মৃত। ২ লক্ষ ৬১ হাজার জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। যাঁদের নাম বাদ পড়ার হিসাব মিলেছে, তাঁদের মধ্যে ২ লক্ষ ৮৮ হাজার জন স্থানান্তরিত হয়েছেন। ঠিকানা পরিবর্তনের কারণে অনেকের বাড়িতে বার বার গেলেও তাঁদের হদিস পাননি বিএলও-রা। খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়ার হিসাব মিলেছে, তাঁদের মধ্যে ৫৮ হাজার ১৬৪ জন ‘নকল’। অভিযোগ, একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তাঁদের। ওই ‘নকল’ ভোটারদের চিহ্নিত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে নাম।

Advertisement

কমিশন জানিয়েছে, ২৮ নভেম্বর পর্যন্ত ৭ কোটি ৬৫ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে রাজ্যে। ৬ কোটি ৪৫ লক্ষ ভোটারের তথ্য ডিজিটাইজ় হয়েছে।

গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কমিশনের তথ্য বলছে, এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement