ইডি-র ৯ ঘণ্টা জেরা তাপসকে 

এত দিন অবধি রোজভ্যালি মামলায় তাপসকে সিবিআই জেরার মুখে পড়তে হয়েছিল। এ বার তার সঙ্গে যোগ হল ইডি-ও। তারা তাপসের স্ত্রী নন্দিনীকেও ডেকেছিল। সোমবার সকালে এক আইনজীবী এবং স্ত্রীকে নিয়ে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তাপস। সন্ধ্যায় ছাড়া পান। বেরোনর সময়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০৪:৩২
Share:

n হাজিরা: সল্টলেকে ইডি-র অফিসে তাপস পাল। শৌভিক দে

নিজেদের দফতরে ডেকে ন’ঘণ্টার বেশি সময় ধরে তৃণমূল সাংসদ, অভিনেতা তাপস পালকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে জানা গিয়েছে, বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির টাকার লেনদেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এ বার দুর্গাপুজোর আগে থেকেই তাপসকে ডেকে পাঠানো হচ্ছিল। অসুস্থ বলে তিনি হাজির হননি। হাজির হতে পারবেন না বলে বেশ কয়েক বার তিনি আইনজীবীর চিঠিও পাঠিয়েছেন। বাড়িতে এসে ইডি অফিসারেরা জেরা করে যান, তাপস এমন আবেদনও করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।

Advertisement

এত দিন অবধি রোজভ্যালি মামলায় তাপসকে সিবিআই জেরার মুখে পড়তে হয়েছিল। এ বার তার সঙ্গে যোগ হল ইডি-ও। তারা তাপসের স্ত্রী নন্দিনীকেও ডেকেছিল। সোমবার সকালে এক আইনজীবী এবং স্ত্রীকে নিয়ে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তাপস। সন্ধ্যায় ছাড়া পান। বেরোনর সময়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি।

এ দিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার তাদের মামলায় হাজিরা দিতে তাপস ভুবনেশ্বর গিয়েছিলেন। একই কারণে তাঁর সঙ্গে ভুবনেশ্বর যান তৃণমূলের আর এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালির সঙ্গে যোগসাজশের অভিযোগে ২০১৬ সালের ডিসেম্বরে গ্রেফতার করা হয়েছিল তাপসকে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি জামিন পান। তার পর থেকে তাঁকে ভুবনেশ্বর আদালত থেকে হাজিরার জন্য বেশ কয়েক বার ডেকে পাঠানো হয়েছিল। সেই কারণেই তিনি শুক্রবার ভুবনেশ্বর আদালতে যান।

Advertisement

ইডি সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে তাপস তাঁর যাবতীয় হিসেবপত্র, যা যা জানানোর আছে সব কিছু লিখে, বেশ কয়েকটি ফাইল-সহ পাঠিয়ে দেন ইডি দফতরে। কিন্তু সেই সব নথি দেখে তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারেননি বলে ইডি সূত্রে খবর। ইডি পাল্টা তাপসকে জানায়, কিছু প্রশ্নের উত্তর জানা অত্যন্ত জরুরি। ফলে তাঁকে ইডি-র দফতরে এসে দেখা করে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে।

তদন্তকারীদের কথায়, চিঠিতে তাপস দাবি করেছেন— রোজভ্যালির অন্যতম ডিরেক্টর হিসেবে তিনি যদি টাকা নিয়ে অপরাধ করে থাকেন, তা হলে বাংলার অন্য নামকরা অভিনেতা অভিনেত্রীরাও রোজভ্যালির সিনেমায় অভিনয় করে টাকা নিয়ে অপরাধ করেছেন! প্রশ্ন তুলেছেন, তাঁকে যদি জেরা করা হয় তা হলে বাকিদের কেন হবে না?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন