Primary Teacher Recruitment Corruption Case

আপাতত মুলতুবি প্রাথমিকের বিচার

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ করার ক্ষেত্রে এখনও রাজ্যপালের সম্মতি মেলেনি বলে মঙ্গলবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে জানাল ইডি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ০৮:৪১
Share:

—প্রতীকী চিত্র।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ করার ক্ষেত্রে এখনও রাজ্যপালের সম্মতি মেলেনি বলে মঙ্গলবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে জানাল ইডি। কোর্টের খবর, ইডি-র বক্তব্যের পরে আপাতত মামলার বিচার প্রক্রিয়া স্থগিত করেছে কোর্ট। চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জ গঠনের পর ফের বিচার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন বিচারক।

প্রসঙ্গত, ৬ অগস্ট এই কোর্টেই চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল ইডি। কিন্তু রাজ্যপালের অনুমতি না-থাকায় কোর্ট চার্জশিট গ্রহণ করেনি। এ দিন বিচারক বলেন, ‘‘বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যপালের সম্মতি পাওয়া গেলে আদালত চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করবে। তার পর চার্জ গঠন করা হবে।’’ পরবর্তী শুনানি ২০ অগস্ট। প্রসঙ্গত, গত জানুয়ারিমাস থেকে এই মামলার বিচার শুরু হয়েছে। মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনও মঞ্জুর করেছেবিশেষ আদালত।

ইডি সূত্রের খবর, ২০১৪ সালের মার্চ মাসে বীরভূমের বোলপুরে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি করে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ২০১৫ সাল থেকে২০২১ সাল পর্যন্ত চন্দ্রনাথের বোলপুরের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদে প্রায় কোটি টাকার বেশি জমা হয়েছে বলে চার্জশিটে বলা হয়েছে। এই মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া কিছু নথিতেও চন্দ্রনাথের প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকারতথ্যসূত্র মিলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন