ফ্ল্যাটে হানা ইডি-র, গৌতমের স্ত্রী বেপাত্তা

ইডি-র এক তদন্তকারী জানান, শুভ্রা ফেরার বলেই ধরে নেওয়া হচ্ছে। এ দিন তাঁর ঘরে তল্লাশি চালানো হয়। শুভ্রা রোজ ভ্যালির স্বর্ণ বিপণির অন্যতম ডিরেক্টর। ওই বিপণিতে প্রায় ১৫০ কোটি টাকার গরমিল পাওয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ০৩:৪৮
Share:

গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর।

বাড়িতে খোঁজ মিলল না বেআইনি অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর।

Advertisement

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, গত দু’মাসে শুভ্রাকে দু’বার নোটিস দিয়ে সল্টলেকে ওই তদন্ত সংস্থার দফতরে ডাকা হয়েছিল। তিনি হাজির হননি। তাই বৃহস্পতিবার প্রিন্স আনোয়ার শাহ রোডের বহুতলে শুভ্রার ফ্ল্যাটে হানা দেন তদন্তকারীরা। পরিচারিকা তাঁদের জানিয়ে দেন, শুভ্রা সাত দিন আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এ দিন শুভ্রার সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। তাঁর মোবাইলে পাঠানো বার্তারও জবাব দেননি।

ইডি-র এক তদন্তকারী জানান, শুভ্রা ফেরার বলেই ধরে নেওয়া হচ্ছে। এ দিন তাঁর ঘরে তল্লাশি চালানো হয়। শুভ্রা রোজ ভ্যালির স্বর্ণ বিপণির অন্যতম ডিরেক্টর। ওই বিপণিতে প্রায় ১৫০ কোটি টাকার গরমিল পাওয়া গিয়েছে। বেনামে শুভ্রার একাধিক প্যান কার্ড রয়েছে। শুভ্রা ওই বিপণি থেকে প্রচুর গয়নাও নিয়েছিলেন। তিনি তদন্তে সহযোগিতা করছেন না।

Advertisement

ইডি-র পাঁচটি দল রোজ ভ্যালির অন্যতম ডিরেক্টর রুপল কবিরাজ-সহ বিভিন্ন কর্তার বাড়িতে তল্লাশি চালায়। রুপলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন গৌতম। রুপলের কিছু আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালিয়ে নথি আটক করেছেন তদন্তকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন