তলাশি অভিযান চলছে ইডির। — নিজস্ব চিত্র।
পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে কয়লা ব্যবসায়ীদের ডেরায় শুক্রবার সকাল থেকে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারীদের সূত্রে খবর, প্রায় তিন কোটি টাকা নগদ এবং ছয় কোটি টাকা মূল্যের সোনা, গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে তল্লাশি চালানো হয় ঝাড়খণ্ডের ধানবাদ, এ রাজ্যের আসানসোল, পুরুলিয়া, কলকাতার কয়েকটি জায়গাতেও। ইডি সূত্রে খবর, দুই রাজ্য মিলিয়ে প্রায় ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। তদন্তকারীদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।
কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহের বাড়ি এবং অফিসে শুক্রবার তল্লাশি চলেছে । তাঁর ভাই, আর এক কয়লা ব্যবসায়ী কুম্ভনাথ সিংহের একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হয়। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল-এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে লালবাবুদের সংস্থার। কয়লা রফতানিতে দুর্নীতি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অসঙ্গতির অভিযোগ ওঠার পরেই এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে খবর।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সল্টলেক, বাইপাস সংলগ্ন একটি আবাসনেও শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান চলেছে। তবে ওই ঠিকানায় কারা থাকেন, তা এখনও স্পষ্ট নয়। প্রায় ১০ বছর আগে বিসিসিএল-এ দরপত্র বা টেন্ডার নিয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সিবিআই লালবাবুর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছিল এই কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে। এ বার লালবাবুর বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
ঝাড়খণ্ডের ধানবাদে কয়লা ব্যবসায়ী অনিল গয়ালের বাড়িতে তল্লাশি চালায় ইডি। আসানসোলের কুলটিতে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন কয়লার সিন্ডিকেটের কার্যালয়ে ইডির অভিযান চলেছে। হাওড়ার বাঁকড়া সলপ মোড়ে কাছে পারভেজ আলম সিদ্দিকী নামে এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। প্রায় ১০ ঘণ্টা তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর ওই ব্যবসায়ীর বাড়ি থেকে বার হন ইডি আধিকারিকেরা।