ট্রেনে অসুস্থ বৃদ্ধা, উদ্ধার করল রেল

সহযাত্রীদের তৎপরতায় অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল রেল। শনিবার দুপুরে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে অসুস্থ হয়ে পড়েন ষাটোর্ধ্ব ওই বৃদ্ধা। খড়্গপুর স্টেশনে ট্রেন পৌঁছলে তাঁকে রেল কর্মীরা উদ্ধার করেন। তবে রাত পর্যন্ত তাঁর পরিচয় বিশদে জানা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ০৩:১৭
Share:

ট্রেনে সেই বৃদ্ধা। —নিজস্ব চিত্র।

সহযাত্রীদের তৎপরতায় অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল রেল। শনিবার দুপুরে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে অসুস্থ হয়ে পড়েন ষাটোর্ধ্ব ওই বৃদ্ধা। খড়্গপুর স্টেশনে ট্রেন পৌঁছলে তাঁকে রেল কর্মীরা উদ্ধার করেন। তবে রাত পর্যন্ত তাঁর পরিচয় বিশদে জানা যায়নি।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের সাধারণ কামরায় উঠেছিলেন ওই বৃদ্ধা। ঝাড়গ্রাম স্টেশন ছাড়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। চলন্ত ট্রেনে ওই বৃদ্ধা অসুস্থ বোধ করায় সাহায্যের হাত বাড়িয়ে দেন সহযাত্রীরা। তাঁদের তৎপরতাতেই কন্ট্রোল রুম মারফত খবর যায় খড়্গপুরের স্টেশন মাস্টারের অফিসে। খড়্গপুরের ছ’নম্বর প্ল্যাটফর্মে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ঢুকলে স্টেশন মাস্টারের অফিসের কর্মীরা চলে আসেন। রেল কর্মীরাই অচৈতন্য ওই বৃদ্ধাকে উদ্ধার করে খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি করান। ওই বৃদ্ধার সহযাত্রী সঞ্চারী দত্ত বলেন, “আমি ঝাড়গ্রাম থেকে ট্রেনে উঠেছিলাম। ওই বৃদ্ধা ট্রেনে অসুস্থ হয়ে পড়ায় আমরা কয়েক জন সহযাত্রী বিভিন্ন মাধ্যমে রেলকে জানাই। ওই বৃদ্ধা নিজের নাম বলতে পারেননি। তিনি নিজেকে হাওড়ার বেলুড়ের বাসিন্দা বলে জানিয়েছিলেন।”

রেল সূত্রে খবর, হাসপাতালে বৃদ্ধা নিজের নাম এস ভট্টাচার্য বলে জানিয়েছেন। তাঁর কাছে পাওয়া টিকিট থেকে জানা গিয়েছে, তিনি ঝাড়খণ্ডের বাড়বাম্বু স্টেশন থেকে হাওড়া যাচ্ছিলেন। হাসপাতালের তরফে বৃদ্ধার বাড়ির ঠিকানা, ফোন নম্বর জোগাড় করে পরিজনেদের খবর দেওয়ার চেষ্টা চলছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন