SIR in West Bengal

বাগনানের এইআরও-কে শো কজ় করার নির্দেশ কমিশনের! ভোটারদের ‘হয়রানি’র প্রতিবাদে ইস্তফাপত্র দেন আধিকারিক

মৌসম সরকার দাবি করেন, তথ্যগত অসঙ্গতির নামে ভোটারদের শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে, যেখানে বেশির ভাগ ক্ষেত্রে ভুল বা ত্রুটি প্রযুক্তির।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৯:১১
Share:

— প্রতীকী চিত্র।

বাগনানের বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক (এইআরও)-কে শো কজ় করতে বলল নির্বাচন কমিশন। হাওড়ার ডিইও-কে ওই নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে রিপোর্ট দিতে হবে ডিইও-কে। বাগনানের বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক মৌসম সরকার ভোটারদের ‘হয়রানি’র প্রতিবাদে এইআরওর পদ থেকে পদত্যাগ করতে চেয়ে ইস্তফাপত্র পাঠান।

Advertisement

মৌসম দাবি করেন, তথ্যগত অসঙ্গতির নামে ভোটারদের শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে, যেখানে বেশির ভাগ ক্ষেত্রে ভুল বা ত্রুটি প্রযুক্তির। সেখানে ভোটারদের যে ভাবে ডেকে পাঠানো হচ্ছে, তা তিনি নীতিগত ভাবে মেনে নিতে পারছেন না। এই ত্রুটিগুলির জন্য ভোটারেরা দায়ী নন বলে দাবি মৌসমের। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের অভ‍্যন্তরীন সমস্যা হল এই ত্রুটি। তাই কমিশনের সিস্টেমে ভুল ত্রুটির জন্য ভোটারদের এইভাবে হেনস্থা তিনি মেনে নিতে না পেরেই ইস্তফাপত্র জমা দিয়েছেন। তবে সংশ্লিষ্ট ব্লকের ওসি-ইলেকশন হিসাবে নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাজ যেমন করছেন, তা করে যেতে চান তিনি।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার বাগনান বিধানসভার ইআরওর কাছে ইস্তফাপত্র পাঠান মৌসম। এ ছাড়াও হাওড়ার জেলাশাসক তথা ডিইও পি দিপাপ্রিয়া ও উলুবেড়িয়ার এসডিও-সহ অন্য নির্বাচনী আধিকারিকদের কাছেও তিনি তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement