কত দূর এগোল এসআইআরের কাজ? — প্রতিনিধিত্বমূলক চিত্র।
আর মাত্র ২ লক্ষ মানুষের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছনো বাকি। তাঁদের বাদ দিলে রাজ্যের প্রায় ৯৯.৭৪ শতাংশ মানুষ ফর্ম পেয়ে গিয়েছেন। শনিবার রাতে হিসাব দিয়ে এমনটাই জানাল ভারতের নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যের ৯৯.৭৪ শতাংশ ভোটারের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। উল্লেখ্য, বঙ্গে মোট ভোটারের সংখ্যা ৭.৬৬ কোটি। অর্থাৎ, শনিবার পর্যন্ত ৭ কোটি ৬৪ লক্ষ মানুষ এনুমারেশন ফর্ম হাতে পেয়ে গিয়েছেন। তার মধ্যে প্রায় ৪১.২ শতাংশ ফর্মের ডিজিটাইজ়েশনও হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ডিজিটাইজ় হওয়া ফর্মের সংখ্যা তিন কোটি ১৫ লক্ষের কাছাকাছি।
বিহারের পরে দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পুরোদমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ শুরু হয়েছে। এনুমারেশন ফর্ম বিলি এবং জমা নেওয়ার প্রক্রিয়ার জন্য এক মাস সময় রেখেছে কমিশন। গত ৪ নভেম্বর থেকে তা শুরু হয়েছে। শেষ হবে আগামী ৪ ডিসেম্বর। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ফর্ম বিলি এবং জমা নেওয়ার এটি তৃতীয় সপ্তাহ চলছে। হাতে আর বেশি সময় বাকি নেই। তাই এই প্রক্রিয়ায় আরও গতি আনতে চাইছে কমিশন। ইতিমধ্যে বৃহস্পতিবার উত্তর কলকাতার বেলেঘাটার সাত জন বুথ স্তরের আধিকারিক (বিএলও)-কে নির্বাচন কমিশনের তরফে শো কজ় করা হয়েছে। অভিযোগ, এখনও পর্যন্ত খুবই কম সংখ্যক ফর্ম ডিজিটাইজ় করেছেন তাঁরা। কেন কাজে দেরি হচ্ছে, সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে তাঁদের কাছে।