Dalhousie Institute

ক্লাব খোলার দাবিতে অবস্থান

ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা-কালে হু, রাষ্ট্রপুঞ্জ এবং কেন্দ্রীয় সরকারের সতর্ক-বার্তা মেনে অনির্দিষ্ট কালের জন্য সব অনুষ্ঠান কর্মসূচি বাতিল করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ০৪:১২
Share:

ছবি সংগৃহীত।

সরকারি নির্দেশ মেনে লকডাউনের পরে অন্য সব ক্লাব খুলে গেলেও এখনও বন্ধ ডালহৌসি ইনস্টিটিউট। গত ২৩ মার্চ থেকেই ক্লাব বন্ধ। ক্লাব খোলার দাবিতে গেটের সামনে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন কর্মচারীদের বড় অংশ। কর্মচারী ইউনিয়নের অভিযোগ, শ্রমিক-কর্মচারীদের অনেকের পরিবার অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে। সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেব জানিয়েছেন, গত ২১ সেপ্টেম্বর থেকে শ্রমিক-কর্মচারীরা ওই অবস্থান চালাচ্ছেন এবং ক্লাব না খোলা পর্যন্ত আন্দোলন চলবে। এই বিষয়ে চেষ্টা করেও ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা-কালে হু, রাষ্ট্রপুঞ্জ এবং কেন্দ্রীয় সরকারের সতর্ক-বার্তা মেনে অনির্দিষ্ট কালের জন্য সব অনুষ্ঠান কর্মসূচি বাতিল করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন