tapas paul

রোজভ্যালি-কাণ্ডে তাপস পালকে জেরা ইডি-র

রোজভ্যালি-কাণ্ডে তাপস পালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ই ডি দফতরে পৌঁছে যান তাপস পাল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১২:০৭
Share:

তাপস পাল। ফাইল চিত্র

রোজভ্যালি-কাণ্ডে তাপস পালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছে যান তাপস পাল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।

Advertisement

আগেই রোজভ্যালি-কাণ্ডে তৃণমূল নেতা তাপস পালকে গ্রেফতার করেছিল সিবিআই। জেল হেফাজতের পর শর্তসাপেক্ষ জামিনে ছাড়া পেয়েছেন তিনি। রোজভ্যালির প্রায় ১৭ হাজার কোটি টাকা আর্থিক তছরুপের তদন্তে করছে কেন্দ্রীয় সংস্থা ইডি।

সেই মামলাতেই তলব করা হয়েছে তাপস পালকে। এর আগেও তাঁকে আসতে বলা হয়েছে। কিন্তু তিনি সেই সময় হাজিরা দেননি। এ দিন সকালেই পৌঁছে যান তাপস।

Advertisement

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু এখনও জেলে রয়েছেন। তদন্তে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। রাজনৈতিক নেতাদের নাম জড়িয়েছে বিভিন্ন সময়ে। সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু এবং সংস্থার বেশ কয়েক জন পদস্থ কর্মচারীকে বিভিন্ন সময়ে জেরা করে বেশ কয়েকজনের নাম উঠে আসে।

আরও পড়ুন: রজতকে আমি খুন করিনি, আদালত চত্বরে বললেন অনিন্দিতা​

অভিযোগ, বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে তাপস পালের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি বিভিন্ন সময়ে মোটা টাকা নিয়েছেন সংস্থা থেকে। রোজভ্যালির ফিল্ম ডিভিশনে তাপস পাল মাস ছ’য়েক অন্যতম ডিরেক্টর ছিলেন।

আরও পড়ুন: আদালতের ইংরেজি নির্দেশ বুঝতেই পারল না পুলিশ! ব্যবসায়ীকে পুরল জেলে​

অভিযোগ, তাঁর পদমর্যাদাকে কাজে লাগিয়েই, নানা সময় সংস্থা থেকে সুবিধা নিয়েছেন তাপস। রোজভ্যালির পদস্থ কর্তাদের জেরা করে এবং সংস্থার বিভিন্ন দফতরে তল্লাশি চালিয়ে সেই সব নথিপত্র জোগাড় করে ইডি। সে সব বিষয় খতিয়ে দেখার জন্যই দু’জনকে তলব করা হয়েছে।

বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবরআমাদের রাজ্য বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন