Abhijit Gangopadhyay

অভিজিতের ইকোকার্ডিয়োগ্রাম রিপোর্ট সন্তোষজনক নয়, রয়েছে অন্যান্য জটিল সমস্যাও

শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রাক্তন বিচারপতি। তখন থেকে তিনি সেই হাসপাতালের আইসিইউ বিভাগে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৩:১৩
Share:

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

এখনও গুরুতর অসুস্থ কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকেরা মনে করছেন, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তাঁর। পাশাপাশি, অন্য কিছু জটিল সমস্যা (কোমর্বিডি)-ও রয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন বিচারপতির ইকোকার্ডিয়োগ্রামের রিপোর্টও সন্তোষজনক নয়। হার্টের স্বাস্থ্য দেখার জন্য এই পরীক্ষা করানো হয়। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বিজেপি সাংসদ স্থিতিশীল। সোমবার বিকেলে বৈঠকে বসবেন মেডিক্যাল বোর্ডের সদস্যেরা। অভিজিতের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা।

Advertisement

শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রাক্তন বিচারপতি। এখন তিনি সেই হাসপাতালের আইসিইউ বিভাগে রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি স্থিতিশীল হলেও গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন ক্রিটিকাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, পালমোনোলজিস্ট বা ফুসফুস এবং শ্বাসযন্ত্র রোগের বিশেষজ্ঞ, হৃদ‌্‌রোগ বিশেষজ্ঞ এবং জিআই সার্জন। পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেবেন সেই বোর্ডের সদস্যেরা।

শনিবার নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তমলুকের সাংসদ। রাতে তলপেটে ব্যথা অনুভব করেন তিনি। তাঁর বমিও হয়েছিল। তড়িঘড়ি অভিজিৎকে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা মনে করছেন, তাঁর প্যানক্রিয়াটাইটিস (অগ্ন্যাশয়ের প্রদাহ) রয়েছে। গ্যাস্ট্রোএন্টেরাইটিস (পরিপাকতন্ত্রের সংক্রমণ)-এর সমস্যা রয়েছে বলেও ইঙ্গিত করেছেন চিকিৎসকেরা। এই কারণে হয়তো পেটে ব্যথা এবং বমি হচ্ছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement