Excise Department

৩০০ মিলির বোতলে মদ বিক্রির চিন্তা

আবগারি দফতরের খবর, ৩০০ মিলিলিটারের মদের বোতল চালু আছে জঙ্গলমহলে। দাম ২৮ টাকা। তাতে জলের পরিমাণ ৭০ শতাংশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখন ৩০০ বা ১৮০ মিলিলিটারের বোতল মেলে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ০৭:১৯
Share:

পরপর বিষমদে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। প্রতীকী ছবি।

বাজারে ৩০০ মিলিলিটারের দেশি মদের জোগান কার্যত নেই। যাঁদের ১২০ টাকায় ৬০০ মিলিলিটারের দেশি মদ কেনার সামর্থ্য নেই, তাঁদের অনেকেই চোলাইয়ের দিকে ঝুঁকছেন বলে অভিযোগ। বাড়ছে বিষমদে মৃত্যুর ঘটনা। আবগারি দফতর সূত্রের খবর, পরিস্থিতি সামলাতে ৩০০ মিলিলিটারের দেশি মদের বোতলের জোগান বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

Advertisement

পরপর বিষমদে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। সম্প্রতি পূর্ব বর্ধমান ও হাওড়ায় বিষমদ কাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আবগারি দফতরের এক জেলা সুপার বলেন, ‘‘৬০০ মিলিলিটারের দেশি মদের বোতলের দাম ১২০ টাকা। বেশির ভাগ ক্রেতা তাই ৩০০ বা ১৮০ মিলিলিটারের বোতল চান, কিন্তু পান না।’’

আবগারি দফতরের খবর, ৩০০ মিলিলিটারের মদের বোতল চালু আছে জঙ্গলমহলে। দাম ২৮ টাকা। তাতে জলের পরিমাণ ৭০ শতাংশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখন ৩০০ বা ১৮০ মিলিলিটারের বোতল মেলে না। ‘‘ওগুলো চালু করলে দাম থাকবে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। তাঁরা আর চোলাইয়ের দিকে ঝুঁকবেন না,’’ বলছেন দফতরের এক আধিকারিক।

Advertisement

‘ওয়েস্টবেঙ্গল পচাই অ্যান্ড কান্ট্রি স্পিরিট সাপ্লিমেন্টারি ভেন্ডার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক মেঘনাদ সাহা বলেন, ‘‘২০১০ থেকে আমরা ৩৭৫, ৩০০ এবং ১৮০ মিলিলিটারের দেশি মদের বোতল চালু করার দাবি জানিয়ে আসছি।’’ রাজ্য আবগারি কমিশনার এস উমাশঙ্করের দাবি, ‘‘রাজ্যের অনেক জায়গায় ২৮ টাকায় ৩০০ মিলিলিটারের বোতল মেলে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন