Belda

ধান কেনা স্থগিত, বেলদায় পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ কৃষদের

কৃষকদের অভিযোগ, বুধবার সহায়ক মূল্যে ধান কেনার কথা ছিল খাদ্য দফতরের। সেই মতো জড়ো হন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলদা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ২০:৩৭
Share:

বেলদায় কৃষকদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

নির্দিষ্ট দিন ঘোষণা করেও সহায়ক মূল্যে ধান না কেনার অভিযোগে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার কৃষক। বুধবার এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদায়।

Advertisement

কৃষকদের অভিযোগ, বুধবার সহায়ক মূল্যে ধান কেনার কথা ছিল খাদ্য দফতরের। সেই মতো এ দিন সকাল থেকেই বেলদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়েছিলেন তাঁরা। কিন্তু কিছু ক্ষণ জানানো হয়, এ দিন ধান কেনা হবে না। এই ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পঞ্চায়েত অফিসের সামনে তাঁরা অবস্থান শুরু করেন। কৃষকদের দাবি, ধান কেনা হবে এই ঘোষণা শুনে তাঁরা ফসল নিয়ে উপস্থিত হয়েছিলেন। কিন্তু কাজ না হওয়ায় তাঁদের বাড়তি টাকা খরচ করে ওই ধান বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। অবশ্য পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

বেলদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বুধবার ধান কেনার কথা থাকলেও, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দুর্ঘটনায় পড়েন। সে কারণেই ধান কেনা স্থগিত হয়ে যায় বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: ‘কিছুই মেটেনি’! সৌগতকে কড়া বার্তা শুভেন্দুর, উগরে দিলেন ক্ষোভ

আরও পড়ুন: স্বাস্থ্যবিমা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা, লকেটের তোপ, পাল্টা জবাব দিলীপের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন