Jadavpur University

যাদবপুরের উপাচার্যকে দেখতে হাসপাতালে আহত ইন্দ্রানুজের বাবা, ছাত্রের চিকিৎসার খরচ বহনের আশ্বাস ভাস্করের

শুক্রবার যাদবপুরে ছাত্রছাত্রীদের ডাকে নাগরিক মিছিল হয়। মিছিলে পড়ুয়াদের সঙ্গে পা মেলান ইন্দ্রানুজের বাবা অমিত। তার পরেই তিনি বাইপাসের ধারে হাসপাতালে উপাচার্যকে দেখতে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ২০:০৪
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুলের স্তবক দিচ্ছেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। — নিজস্ব চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে দেখতে হাসপাতালে গেলেন আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়। উপাচার্যের হাতে ফুলের স্তবক তুলে দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা যাতে দ্রুত কেটে যায়, সেই বার্তাও দিয়েছেন তিনি। অন্য দিকে, ইন্দ্রানুজের চিকিৎসার খরচ বহনের আশ্বাস দিয়েছেন উপাচার্য। প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন পড়ুয়ারা। তাঁদের অন্যতম দাবি হল, ইন্দ্রানুজের চিকিৎসার খরচ বহন করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

Advertisement

শুক্রবার যাদবপুরে ছাত্রছাত্রীদের ডাকে নাগরিক মিছিল হয়। সেই মিছিলে পড়ুয়াদের সঙ্গে পা মেলান ইন্দ্রানুজের বাবা অমিত। তার পরেই তিনি হাসপাতালে উপাচার্যকে দেখতে যান। ঘটনাচক্রে, শুক্রবার উপাচার্যের ৬৫তম জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের স্তবক দেন অমিত। তাঁর আরোগ্য কামনা করেন। এর পরেই বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে উপাচার্যকে পদক্ষেপ করার অনুরোধ করেন তিনি। পরে হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, ‘‘আমি উপাচার্যকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা যেন দ্রুত ঠিক হয়। আপনি এই বিষয়টির দিকে নজর দিন।’’ তাঁর দাবি, উপাচার্য পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। তিনি অমিতকে, জানিয়েছেন সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয় ফিরে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন। আলোচনা শুরু করার জন্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন তিনি।

ইন্দ্রানুজ এখন যাদবপুরের এক হাসপাতালে ভর্তি। তিনি সুস্থ রয়েছেন। তাঁর বাবা জানিয়েছেন, শনিবার ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। অন্য দিকে, উপাচার্য ভাস্করের অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Advertisement

মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেছিলেন যাদবপুরের পড়ুয়ারা। তাঁরা বুধবার বিকেল ৪টে পর্যন্ত সময় দিয়েছিলেন উপাচার্যকে। বেঁধে দেওয়া সেই সময়সীমার মধ্যে তাঁকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে বলা হয়েছিল। পাশাপাশি, ছাত্রদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল, আহত ছাত্রদের চিকিৎসার খরচও বহন করতে হবে বিশ্ববিদ্যালয়কেই। এ ছাড়াও, যে সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, তা উপাচার্যকে সরকারের সঙ্গে কথা বলে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

অভিযোগ ওঠে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হন দুই পড়ুয়া। এই ঘটনায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ সংশ্লিষ্ট ধারায় কর্তৃপক্ষকেই অভিযোগ দায়ের করার ব্যবস্থা করতে হবে, দাবি তোলেন ছাত্রেরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন যাদবপুরের আন্দোলনরত পড়ুয়ারা। তার মাঝেই বুধবার সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ভাস্করকে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে উপাচার্য হাসপাতালে ভর্তি থাকায় ছাত্রদের সঙ্গে কথা বলতে পারেননি এখনও। এ বার তিনি অচলাবস্থা কাটানোর আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, ইন্দ্রানুজের চিকিৎসার খরচ বহনের আশ্বাসও দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement