তথ্য যাচাইয়েও শঙ্কা, অভয় দিচ্ছে

যদিও জেলা প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, তথ্য যাচাই না করলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা ‘ডি-ভোটার’ হওয়ার কথা ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় এ সব নিয়ে  অপপ্রচার চলছে।

Advertisement

সামসুদ্দিন বিশ্বাস

বহরমপুর শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৮
Share:

 নিজস্ব চিত্র

জুজুর নাম এনআরসি (নাগরিক পঞ্জি)। এ রাজ্যে এনআরসি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও নথি ও নথি সংক্রান্ত বিষয়ে অসমের ছায়া দেখছে সীমান্তবর্তী জেলা, মুর্শিদাবাদের একটা বড় অংশ। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন দেশ জুড়ে ‘ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম’ (ইভিপি) বা নির্বাচক তথ্য যাচাই কর্মসূচি শুরু করেছে। যেখানে ভোটার অনলাইনে নিজের তথ্য যাচাই ও সংশোধন করতে পারবেন। কিন্তু এই তথ্য যাচাই কর্মসূচি নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবও ছড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে, তথ্য যাচাই বাধ্যতামূলক। তা না করলে ‘ডি-ভোটার’ (সন্দেহজনক ভোটার) হওয়ার সম্ভবনা রয়েছে।

Advertisement

যদিও জেলা প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, তথ্য যাচাই না করলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা ‘ডি-ভোটার’ হওয়ার কথা ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় এ সব নিয়ে অপপ্রচার চলছে।

জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলছেন, ‘‘নির্ভুল ভোটার তালিকা করার জন্য ভোটারের তথ্য যাচাই কর্মসূচি নিয়েছে দেশের নির্বাচন কমিশন। এর সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা ‘ডি-ভোটার’ হওয়ার কোনও প্রশ্নই নেই।’’

Advertisement

১ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে অনলাইনে ভোটার তথ্য যাচাইয়ের কর্মসূচি শুরু হয়েছে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। প্রতিটি মহকুমা ও ব্লকে নির্বাচন দফতরের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। পঞ্চায়েতেও তা চালু করা হবে। সেখানে লোকজন ভোটার কার্ড নিয়ে গিয়ে তথ্য যাচাই করতে পারবেন। মোবাইল ও কম্পিউটারে অনলাইনেও তথ্য যাচাই করা যাবে।

হাতের মুঠোয়

ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টাল (https://www.nvsp.in) এবং ‘ভোটার হেল্পলাইন’ অ্যাপের মাধ্যমে অনলাইনে ভোটার তালিকা যাচাই করা যাবে। গুগল প্লে-স্টোর থেকে ‘ভোটার হেল্পলাইন’ মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে। তথ্য যাচাইয়ের জন্য একটি ফোন সঙ্গে রাখতে হবে।

• সঙ্গে রাখতে হবে— পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, রেশন কার্ড, সরকারি ও আধা-সরকারি সংস্থার কর্মচারীর প্রদত্ত সচিত্র প্রামাণ্য নথি, কৃষকদের প্রদত্ত সচিত্র প্রামাণ্য নথি, ব্যাঙ্কের পাশবই। নতুন করে যুক্ত করা হয়েছে প্যান কার্ড, জল, বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস সংযুক্তির সাম্প্রতিক বিলও।
• যে অংশের সংশোধন করা হবে, সেই অংশের প্রামাণ্য নথি আপলোড করতে হবে। দুই এমবির বেশি ছবি আপলোড হবে না।
• বাড়ির সমস্ত ভোটারের সচিত্র ভোটার পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সচিত্র পরিচয়পত্র না থাকলেও ভোটারে নাম অনুযায়ীও তথ্য যাচাই করা যাবে।
কী ভাবে •vsp পোর্টালে তথ্য যাচাই করবেন—
   অনলাইনে ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টাল (https://www.•vsp.i•) লগ ইন করলে পোর্টালের হোম পেজ খুলে যাবে।
 হোমপেজে বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে ‘ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রামে’ ক্লিক করলে রেজিস্ট্রেশনের জন্য একটি অপশন আসবে। সেখানে মোবাইল নম্বর, ক্যাপচা দিলেই মোবাইল নম্বরে ওটিপি আসবে। এ ভাবে মোবাইল নম্বর ভেরিফিকেশনের পরে পাশওয়ার্ড তৈরির অপশন আসবে।
   পাশওয়ার্ড তৈরি হলেই সেখান থেকে হোম পেজে ফিরে যেতে হবে। এর পরে হোমপেজে বেশ কিছু অপশন আছে। তার মধ্যে ‘ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম’-এ ক্লিক ইউজারে নেমে মোবাইল নম্বর এবং পাশওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
সেখানে চারটি অপশন রয়েছে। ‘ভেরিফাই সেলফ ডিটেলস’- এ ক্লিক করে ভোটার তাঁর সব তথ্য দেখতে পাবেন। এর পরে সব ঠিক থাকলে সব ঠিক আছে বলে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তেমনি ভুল থাকলে প্রামাণ্য নথি আপলোড করে সংশোধন করতে পারবেন। পরে তা সাবমিট করতে হবে।
 পরিবারের অন্য ভোটারদের তথ্য যাচাই করতে হলে ‘ভেরিফাই সেলফ ডিটেলসের’ পাশে থাকা ‘ফ্যামিলি লিস্টিং ও অথেনটিকেশন’ অপশন পাবেন। সেখানে পরিবারের অন্যদের ভোটার পরিচয়পত্রের কার্ড নম্বর দিয়ে যুক্ত করা যাবে। এর পরে তাঁদের তথ্য সেখান থেকে যাচাই করা যাবে।
   ভোটার তালিকায় নাম তোলার যোগ্যদের নাম তোলার আবেদন করার অপশনও রয়েছে। এ ছাড়া ভোটগ্রহণ কেন্দ্র কেমন সে বিষয়ে নানা মতামত দিতে পারেন।
 ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপের ‘ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম’ (ইভিপি) অপশনে গিয়েও ধাপে ধাপে ভোটার তাঁর নিজের তথ্য অনলাইনে যাচাই করতে পারবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় ৫১ লক্ষ ৫৮ হাজার ১০৫ জন ভোটার রয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় চার হাজার ভোটার অনলাইনে তথ্য

যাচাই করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন