ফেব্রুয়ারি ৩০! সামাল দিতে আসরে তৃণমূল

লিপ ইয়ারে হয় ২৯ দিন। তা-ই বলে ৩০? ফেব্রুয়ারিতে বাড়তি দু’দিন যোগ হয়ে গিয়েছিল শাসক দলের সৌজন্যে! বিড়ম্বনায় পড়ে ভুল সামাল দিতে আসরে নেমেছেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৩
Share:

লিপ ইয়ারে হয় ২৯ দিন। তা-ই বলে ৩০? ফেব্রুয়ারিতে বাড়তি দু’দিন যোগ হয়ে গিয়েছিল শাসক দলের সৌজন্যে! বিড়ম্বনায় পড়ে ভুল সামাল দিতে আসরে নেমেছেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব।

Advertisement

এ বার ফেব্রুয়ারি মাস ২৮ দিনেরই। অথচ তৃণমূলের মুখপত্রের প্রকাশিত ক্যালেন্ডারে দেখা যাচ্ছিল, ফেব্রুয়ারি ৩০ দিনের! সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছিল এমন বিরল ক্যালেন্ডারের ছবি। জানাজানি হতে নড়েচড়ে বসেছেন দলীয় নেতৃত্ব। বইমেলায় ওই মুখপত্রের স্টলে পাওয়া যাচ্ছে না ৩০ দিনের ফেব্রুয়ারি সংবলিত ক্যালেন্ডার। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘ভুল হয়েছে। ভুল তো শুধরে নিতেই হবে।’’

ফেব্রুয়ারি ৩০ দিনের হলে বাকি ১০ মাসের ক্যালেন্ডারও ওলট পালট হয়ে যাওয়ার কথা। তৃণমূলের মুখপত্রের ক্যালেন্ডারে তা কিন্তু হয়নি! আর পাঁচটা ক্যালেন্ডারের মতো ওই ক্যালেন্ডারেও ১ মার্চ বৃহস্পতিবার! যা ২৮ ফেব্রুয়ারি মাস শেষ হলে হতো! সেই কারণেই পার্থবাবু বলছেন, ‘‘বোঝা যাচ্ছে, ওটা ছাপার ভুল!’’ বিরোধীরা অবশ্য কটাক্ষ করছে, বুথে বুথে ভোটের হিসেবে জল মেশাতে মেশাতে শাসক দলের হাত দিয়ে কি ক্যালেন্ডারের মাসেও বাড়তি দিন গলে যাচ্ছে?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন