বাসের ছাদে যাত্রী নিলেই জরিমানা তিন হাজার

অভিযান চালিয়েও ঠেকানো যায়নি বাসে যাত্রী তোলা। এ বার তাই বাসের ছাদে যাত্রী তোলা বন্ধ করতে জরিমানা করার সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০১:৫৭
Share:

আটক: বাসের ছাদে যাত্রী তোলায় করা হল জরিমানা। নিজস্ব চিত্র

অভিযান চালিয়েও ঠেকানো যায়নি বাসে যাত্রী তোলা। এ বার তাই বাসের ছাদে যাত্রী তোলা বন্ধ করতে জরিমানা করার সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর। এ বার থেকে বাসের মাথায় যাত্রী নিয়ে যাতায়াত করলেই তিন হাজার টাকা জরিমানা দিতে হবে বাস মালিকদের। এ জন্য মেদিনীপুর শহরে নজরদারিও শুরু হয়েছে। মাথায় যাত্রী তোলায় গত শুক্রবার একটি বাসের জরিমানা করা হয়। মঙ্গলবার সকালেও মেদিনীপুর শহরে দু’টি বাস আটক করে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বিধি মেনে বাস চালাতে একাধিকবার বিভিন্ন জায়গায় সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন বাস সংগঠনের সঙ্গেও আলোচনা করেছে পরিবহণ দফতর। তারপরেও কাজ না হওয়ায় গত সোমবার ‘বাস ওনার্স অ্যাসোসিয়েশন’ নেতৃত্বের সঙ্গে বৈঠকে কার্যত হুঁশিয়ারি দেন পরিবহণ কর্তারা। বৈঠকের পরদিনই মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে পলাশচাবড়ি-মেদিনীপুর ও লালগড়-কুঁকড়াহাটি রুটের দু’টি বাসের মাথায় যাত্রী-সহ আটক করা হয়। ওই দুই বাসের মালিকদের তিন হাজার টাকা জরিমানাও করা হয়।

‘জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক মৃগাঙ্ক মাইতি বলেন, ‘‘বাসের ছাদে যাত্রী না তুলতে অনেক আগেই বাস মালিকদের বলেছি। গতকাল আবার এ নিয়ে সকলের সঙ্গে আলোচনা করেছি। এ বার পরিবহণ দফতরের নির্দেশিকা না মানলে জরিমানা দিতে হবে। আমাদের কিছু করার নেই।’’ মৃগাঙ্কবাবু জানান, এ বিষয়ে সাধারণ মানুষেরও সচেতন হওয়া উচিত।

Advertisement

এ নিয়ে জেলার অতিরিক্ত পরিবহণ আধিকারিক অমিত দত্ত বলেন, ‘‘এ বার শহরের মধ্যে বাসের ছাদে যাত্রী নিয়ে যাতায়াত করলেই জরিমানা দিতে হবে। অটোর ক্ষেত্রেও নজরদারি বাড়ানো হয়েছে। পাঁচখুরি, আমতলা-সহ বিভিন্ন এলাকায় ‘মোটর ভেহিকেল ইন্সপেক্টর’রা নজরদারি চালাবেন।’’ ছাদে যাত্রী ওঠা বন্ধ করতে বাসের পিছনের সিঁড়ি খুলে দেওয়ার বিষয়ে কী কিছু ভাবছে দফতর? অমিতবাবু বলছেন, ‘‘বাসের পিছনের সিঁড়ি খুলে দেওয়ার বিষয়ে নির্দেশিকা জারি করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন